হিংসা ও দাঙ্গা চক্রান্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্য সচিবকে আইসার চিঠি
মাননীয় মুখ্যসচিব
পশ্চিমবঙ্গ সরকার
নির্বাচন পরবর্তীকালে ভুয়ো সংবাদ ছড়িয়ে দাঙ্গা লাগানোর চক্রান্তের বিরুদ্ধে এবং রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন
মহাশয়,
বাংলার মানুষের বিজেপি বিরোধী ব্যাপক জনরায়কে বিজেপি মেনে নিতে পারছে না। ফলে আমরা দেখতে পাচ্ছি দিল্লি দাঙ্গার মতোই বাংলাতেও নির্বাচন পরবর্তীতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়ো খবর ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপির আইটি সেল। তার পক্ষ থেকে নির্বাচন পরবর্তীকালে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক হানাহানি শুরু হয়েছে তাকে বিকৃত করে সাম্প্রদায়িক মোড়ক দিয়ে বিশেষ একটি সম্প্রদায় কে চিহ্নিত করে এই সমস্ত খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যার ফল আগামী দিনে আরো ভয়াবহ হতে পারে বলে আমাদের আশঙ্কা। বিভিন্ন জায়গাতেই এই উস্কানির ফলে দাঙ্গার আশঙ্কা তৈরি হয়েছে; তাই আমরা আপনার কাছে আবেদন করছি দ্রুত এই সমস্ত ভুয়ো ও মিথ্যা সংবাদ সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তার সাথেই নির্বাচন পরবর্তীকালে যেভাবে রাজ্যের নবনির্বাচিত শাসকদল বিরোধীদের ওপর আক্রমণ চালাচ্ছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য তৎপর হতে আপনাকে আবেদন জানাচ্ছি। এর সঙ্গেই এই সময়ে রাজনৈতিক হানাহানিতে যাদের মৃত্যু হয়েছে ও যাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে তাদের যথপোযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করছি আমরা। তাই আমরা দাবি জানাচ্ছি শান্তি ফিরুক দাঙ্গা নয়; সরকার চলুক সন্ত্রাস নয়; সম্মিলিত লড়াই চলুক কোভিড অতিমারীর বিরুদ্ধে।
ধন্যবাদান্তে, অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (আইসা)
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে
নীলাশিস বসু (সভাপতি) ও স্বর্ণেন্দু মিত্র (সম্পাদক)