ইএসআইসি-র অন্তর্ভুক্ত শ্রমিকদের কর্মক্ষেত্রে ভ্যাক্সিন দিতে হবে
must be vaccinated at work place

‘অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়নস’-এ অন্তর্ভুক্ত ‘বেঙ্গল চটকল মজদুর ফোরাম’-এর পক্ষ থেকে ইএসআইসি-র কেন্দ্রীয় ও আঞ্চলিক অধিকর্তা এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সচিবকে জরুরি ভিত্তিতে এই মর্মে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে --

(১) করোনা মোকাবিলায় উপরিউল্লিখিত সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিজ নিজ দায়িত্ব পালন করতে অনুরোধ জানানো হয়েছে।

(২) ইএসআই নথিভুক্ত কর্মীদের জন্য কর্মস্থলে ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করা। এতে অন্যান্য ভ্যক্সিন কেন্দ্রেও ভিড় কমানো সম্ভব হবে।

(৩) শ্রমিকদের কর্মক্ষেত্রে কোভিড স্বাস্থ্য বিধি যাতে ঠিক ভাবে পালন করা হয় তার কঠোর তদারকি করা

(৪) কোভিড সম্পর্কে সচেনতা বাড়াতে সমস্ত ট্রেড ইউনিয়নকে নিয়ে বিশেষ প্রচারাভিযান সংগঠিত করার ব্যবস্থা করা।

গোটা দেশ ও রাজ্য জুড়ে কল্পনাতীত গতিতে দৈনিক বিপুল সংখ্যক মানুষ অতিমারীর কবলে পড়ছেন। প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।

গত বছর অতিমারীর প্রথম ঢেউয়ের সময় ইএসআই কোভিড আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার জন্য কোন ব্যবস্থা নেয়নি। এবছর আরও ভয়ঙ্কর দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও ছবিটা বদলায়নি। বিশেষ করে চটকল শ্রমিকরা ঘন বসতিপূর্ণ মহল্লাগুলোতে থাকেন। তাই সেখানে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সে জন্য প্রয়োজন অনুযায়ী হাসপাতাল বা সেফ হোমে সংক্রমিত ব্যক্তিকে দ্রুত স্থানান্তরিত করার ব্যবস্থা করা উচিত।

যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে মোকাবিলা করতে হবে, এই অতিমারী সৃষ্ট স্বাস্থ্য সংকটকে। আশাকরি বিষয়টির গুরুত্ব বিচার করে ইএসআই এই ব্যপারে অবিলম্বে সঠিক পদক্ষেপ নেবে।

আমাদের সুনির্দিষ্ট দাবি

(১) অবিলম্বে ইএসআই-এর অধীনে সমস্ত শ্রমিক ও তাদের পরিবারকে নিজ নিজ কর্মস্থলে বিনামূল্যে টিকা দিতে হবে।

(২) কোভিড স্বাস্থ্য বিধিকে কঠোর ভাবে লাগু করতে হবে।

(৩) অবিলম্বে ইএসআই হাসপাতালে কোভিড-আক্রান্ত শ্রমিক ও তাদের পরিবারের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

(৪) চিকিৎসা ও থাকা-খাওয়ার সুব্যবস্থা যুক্ত সেফ হোমের ব্যবস্থা করতে হবে।

ধন্যবাদান্তে
নবেন্দু দাশগুপ্ত
সভাপতি
অতনু চক্রবর্তী
সাধারণ সম্পাদক
বেঙ্গল চটকল মজদুর ফোরাম

খণ্ড-28
সংখ্যা-17