বর্তমান করোনার ভয়াবহ পরিস্থিতিকে মাথায় রেখে, সমস্ত নিয়ম মেনে, শারীরিক দূরত্ব বজায় রেখে রাজ্য জুড়ে সিপিআই(এমএল), এআইসিসিটিইউ ও বিভিন্ন গণসংগঠন এবারের মে দিবস পালন করে। মহান মে দিবসের বার্তা পাঠ করা হয়, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের নিশান লাল পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে মাল্যদান করা হয়।
১) যাদের প্রয়োজন, তাঁদের সকলকেই নিখরচায়, দ্রুত অক্সিজেন সরবরাহ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবাইকে বিনামূল্যে টিকাকরণ,
২) প্রায় লকডাউনের এই পরিস্থিতিতে কৃষি মজুর, গ্রামীণ শ্রমিক সহ সমস্ত অসংগঠিত শ্রমিকদের জন্য মজুরি সুনিশ্চিত করা ও অন্তত আগামী ৬ মাসের জন্য দশ হাজার টাকা ভাতা ও নিখরচায় রেশন (মাথাপিছু প্রতিমাসে দশ কেজি খাদ্যশস্য) প্রদান,
৩) যে সমস্ত স্বাস্থ্য কর্মী বা পুরোভাগে দাঁড়িয়ে যারা করোনা যুদ্ধে সামিল আশা-অঙ্গনওয়ারি সহ সমস্ত কর্মীর জন্য সুরক্ষা সরঞ্জাম সুনিশ্চিত করা,
৪) নয়া দাসত্বের চারটি শ্রমকোড ও তিনটি কৃষিআইন বাতিল করার দাবি তোলা হয়। করোনার অজুহাতে তীব্রতর কর্পোরেট হামলার বিরুদ্ধে ও সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধ আওয়াজ তোলা হয়।