বেলঘরিয়া কমরেড বাচ্চু(সুখময়) দাস করোনা আক্রান্ত হয়ে চলে গেল। বাচ্চু বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি ছিল এবং খবর ছিল ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছে। গতকাল হাসপাতাল থেকে খবর দেয়, রোগীর অবস্থা ভালো না, অন্যত্র ট্রেন্সফার করুন। বাড়ির লোক অন্যত্র ভর্তির চেষ্টা করছিল এবং পার্টি পক্ষ থেকে আই ডি হাসপাতালে চেষ্টা করছিল আজ ভর্তির সম্ভবনা ছিল। কিন্তু সকালেই সব শেষ হয়ে গেল। বাচ্চু ৮০ দশক থেকে পার্টির সাথে যুক্ত হয়েছেন। গণফ্রন্ট, আইপিএফ ও পার্টির লোকাল কমিটি, জেলা কমিটির সদস্য ছিলেন। বাচ্চু পেশায় ছিল গৃহশিক্ষক এবং পড়াবার বিষয় ছিল ইংরেজি। বাচ্চু ছিলেন অকৃতদার। তিনি রেখে গেছেন ভ্রাতুষ্পুত্র, ভ্রাতুষ্পুত্রী এবং অসংখ্য গুণমুগ্ধ ছাত্র-ছাত্রী। বাচ্চু ব্যক্তিগত জীবনে নিয়মানুবর্তিতা ও বিনয় ছিল ওঁর বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য। নিজের সাধ্যমতো পার্টির দায় দায়িত্ব পালন করেছে। বেশ কয়েকবার কামারহাটি পৌরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং এক সময়ে খুব ভালো বক্তব্য রাখতেন। সবটাই স্মৃতি হয়ে গেল। কমরেড বাচ্চু দাস লাল সেলাম।
সিপিআই(এমএল) লিবারেশন, বেলঘরিয়া আঞ্চলিক কমিটি