আইসা-আরওয়াইএ-সিপিআই(এমএল) লিবারেশনের নেতৃত্বে গত ২৩ মার্চ শহীদঈ-আজম ভগৎ সিং-এর শহীদ দিবস উদযাপিত হল বাখরাহাটে। সভা পরিচালনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আরওয়াইএ নেতা শুভদীপ পাল, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিপিআই(এমএল) লিবারেশনের দক্ষিণ ২৪ পরগণা জেলা নেতা দিলীপ পাল। উপস্থিত ছিলেন আইসা নেতা আরফি, আরওয়াইএ নেতা সন্দীপ ধাড়া, সিপিআই(এমএল) বিষ্ণুপুর-সাতগাছিয়া লোকাল কমিটির সম্পাদক নিখিলেশ পাল সহ আরো অনেকে।
ভগৎ সিং-এর স্বপ্নের ভারত গড়ে তোলার অঙ্গীকারকে সফল করে ফ্যাসিবাদকে পরাস্ত করার আহ্বান করা হয়। স্লোগান ওঠে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে একটিও ভোট নয়।
ঐদিন বজবজে জেলা অফিসে শহীদ-ঈ-আজম ভগৎ সিং-এর শহীদ দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কিশোর সরকার, বজবজ শহর লোকাল কমিটির সম্পাদক অঞ্জন ঘোষ, দেবাশিস মিত্র, জেলা নেত্রী দেবযানী গোস্বামী, জেলা নেতা লক্ষীকান্ত অধিকারী সহ আরো অনেকে। জেলা সম্পাদক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ব্রিটিশ সাম্রাজ্যেবাদের দালাল স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকরা আজ মসনদে বসে আছে। সমগ্র দেশকে কোম্পানিরাজে পরিণত করতে চলেছে। তাই দেশের সাথে সাথে বাংলাকেও ফ্যাসিবাদী বিজেপির হাত থেকে রক্ষা করতে হবে। বাংলায় আসন্ন নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেই ভগৎ সিং-এর শিক্ষাকে ঊর্দ্ধে তুলে ধরা হবে।
ঐদিন সকালে বজবজের রণজিৎ ফুটবল মাঠে শহীদ-ঈ-আজম ভগৎ সিং-এর শহীদ দিবস উদযাপিত হয় আইসা ও আরওয়াইএ বজবজ লোকাল কমিটির উদ্যোগে। উপস্থিত ছিলেন আইসা নেত্রী অনিন্দিতা, আইসা নেতা দীপ, আরওয়াইএ নেতা সেখ সাবির, আশুতোষ মালিক সহ আরো অনেকে।