খবরা-খবর
এখনই ধমকাতে-চমকাতে শুরু করছে বিজেপি
Now the BJP is starting

গ্রামের নাম চক হিরণ্যবাটি। ব্লক ধনেখালি। আমাদের সিপিআই(এমএল) লিবারেশানের রাজনৈতিক কাজের মানচিত্রে নতুন গ্রাম। ঋণমুক্তির ও পাট্টার দাবি ঘিরে সংযোগ। বিধানসভা নির্বাচনে পার্টি মনোনীত প্রার্থী সংগ্রামী যুবনেতা সজল দে’র সমর্থনে দেওয়াল লেখার কাজ চলছে। এই গ্রামের চকে সব দেওয়াল বিজেপি’র দখলে। আমরা ছোট্ট একটুকরো দেওয়াল চুন করি। কিন্তু আমাদের চুনকাম করা দেওয়াল পাঁক দিয়ে লেপে দিলো বিজেপি! এখনো ক্ষমতায় আসেনি। এখনই আস্ফালন – গ্রামে বিজেপি ছাড়া কেউ থাকবে না। লিবারেশন করলে গ্রামের কলে জল বন্ধ। দেওয়াল দিয়েছো কেন? এরজন্য গ্রাম থেকে উচ্ছেদ হবে! চমকাচ্ছে-ধমকাচ্ছে বিজেপি। বিজেপি নাকি তৃণমূলের আমলের গণতন্ত্রহীনতার বিরুদ্ধে লড়ছে এবং লড়ে ‘সোনার বাংলা’ গড়বে! এই দিনই এই গ্রামে আমাদের শ্রাবণী, সোমা, রুমাদি, সম্রাট, নন্দলালরা দেওয়াল লিখেছেন। পাশের মুসলিম পাড়ায় মানুষরা ডেকে বলেছেন, “পোষ্টার মেরে যেও”।

খণ্ড-28
সংখ্যা-8