শিলিগুড়ি ৩১ নং ওয়ার্ডের পানীয় জল সরবারহকারী জলাধারটি গত নভেম্বর মাস থেকে ভাঙা অবস্থায় পরে থাকাতে দীর্ঘদিন ধরে অনিয়মিত জল সরবারহ হচ্ছিল। বর্তমানে যা কার্যত বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় শক্তিগড়, নৌকাঘাট, শীতলাপাড়া, প্রগতীপাড়া, নতুনপাড়ার মানুষেরা জলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। দ্রুত এই অবস্থার সমাধান এবং যতদিন তা না হয়, ততদিন বিকল্প জলের ব্যবস্থার দাবিতে ঐ ওয়ার্ডের কো-অর্ডিনেটর দীপা বিশ্বাসকে স্মারকলিপি দেওয়া হয় সিপিআই(এমএল) লিবারেশনের শক্তিগড় ব্রাঞ্চ কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রেনু দাস, রজত বর্মণ, রুবী সেনগুপ্ত, ভাগ্য মন্ডল, মন্টু সাহা, মিলি ভট্টাচার্য, শাশ্বতী সেনগুপ্ত প্রমুখ।