৪ থেকে ৬ মার্চ তিন দিনব্যাপী কলকাতার কলেজ স্কোয়ারে অনুষ্ঠিত হয়ে গেল সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা। লিটল ম্যাগাজিন সমন্বয় মঞ্চের উদ্যোগে এ’বছর ছিল এই মেলার চতুর্দশ বার্ষিকী। এবারের মেলা ছিল চলমান কৃষক আন্দোলনের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার লক্ষ্যে এক অভিনব কর্মসূচী। একদিকে যেমন প্রচুর সংখ্যক লিটল ম্যাগাজিনের সম্পাদক ও সংগঠকরা তাঁদের সম্ভার নিয়ে এই মেলায় বসেছিলেন, তেমনই অন্যদিকে শোনা গিয়েছে কৃষকদের আন্দোলনের সমর্থনে এবং বিজেপি’র ধর্মীয় ফ্যাসিবাদের আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদের সোচ্চার উচ্চারণ। এই মেলায় কবিতা আবৃত্তি, গান, নাটক নিয়ে উপস্থিত হয়েছিলেন বনশ্রী চক্রবর্তী, বাবলি চক্রবর্তী, বাবুনি মজুমদার, অসীম গিরি নীতীশ রায়, সংহিতা বন্দ্যোপাধ্যায়, লালন, সুতপা কর গোস্বামী, জনগণমন, নক্ষত্র সাহিত্য পত্রিকা, মিতালি, অমৃতা, ঋত্বিকা, দীপক এবং খইবুর ফকির প্রমুখ। নাটক নিয়ে এসেছিলেন জনগণমন, শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র, ব্যতিক্রম, দৃশ্যান্তর, বিদূষক, থ এবং পথসেনা। কৃষি আন্দোলনের সমর্থনে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধতা করা বক্তব্য রাখেন কণিষ্ক চৌধুরী এবং অশোক মুখোপাধ্যায়। তিন দিনের এই মেলায় ভালোই লোক সমাগম হয়েছিল।