বিজেপি-আরএসএস-এর ফ্যাসিবাদী আগ্রাসন থেকে রাজ্য তথা দেশকে মুক্ত করা, বিজেপিকে রাস্তায় প্রতিহত করা, বিজেপিকে ভোটে প্রতিহত করার দাবি যখন ক্রমশ জোড়ালো হয় উঠেছে। সাধারণ মানুষ থেকে সমাজের বিশিষ্ট মানুষ বুদ্ধিজীবী, মেধাজীবীরা আক্রান্ত হচ্ছেন দিন প্রতিদিন। গণতন্ত্র কার্যত প্রহসনে পরিণত হয়েছে। এমতো অবস্থায় শিলিগুড়ি শহরের শিক্ষক, অধ্যাপক, সাহিত্যিক, নাট্যকারদর একটি বড় অংশ একত্রিত হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী নাগরিক মঞ্চে। বিগত বেশ কয়েকটি কনভেনশন, মিটিং এর মধ্যে দিয়ে ১০ মার্চ শিলিগুড়ি শহরে মঞ্চের পক্ষ থেকে একটি নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছিল। অধ্যাপক অজিত রায়, নাট্যকার পার্থ চৌধুরী, পলক চক্রবর্তী, কবি গৌতম চক্রবর্তী, শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর রূপক দে সরকার অধ্যাপক অভিজিৎ মজুমদার, অধ্যাপিকা মধুবন্তী বসু, শিক্ষিকা মুক্তি সরকার, মানবাধিকার কর্মী অভিরঞ্জ ভাদুড়ী, সমাজকর্মী শমীক চক্রবর্তী লালিগুরাসের সহযোদ্ধারা সহ প্রায় দুই শতাধিক মানুষ ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন সম্মিলত একটি মিছিল কখন আমরা করবো জয়, কখনও আমার প্রতিবাদের ভাষা, গাঁও ছোরাব নেহি গাইতে গাইতে হিলকার্ট রোড, সেবক রোড, পানিট্যাঙ্কি মোড়, বিধান মার্কেট ঘুরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম গেট এসে শেষ হয়। মিছিল থেকে শ্লোগান ওঠে ফ্যাসিবাদী বিজেপি আরএসএস নিপাত যাক, বিজেপিকে একটাও ভোট নয়।