খবরা-খবর
ফ্যাসিবিরোধী সাংস্কৃতিক কর্মকাণ্ড : “বিপন্ন স্বদেশ, বিপন্ন গণতন্ত্র, বিপন্ন সময়।”

Anti-fascist cultural activities

শিরোনামে গত ১৩ মার্চ বজবজ মহেশতলা সাংকৃতিক, সামাজিক কর্মীদের যৌথ সাংস্কৃতিক কর্মসূচী অনুষ্ঠিত হলো। বিষাক্ত কোবরা উদ্যত ফনা তুলে ফ্যাসিবাদীর কায়দায় যখন সংবিধান, গণতন্ত্র, অন্নদাতা, সংখ্যালঘু, মহিলা সহ সমাজের বেশিরভাগ মানুষকে স্যাঙ্গাত পুঁজিবাদের দাসানুদাসে পরিণত করে মনুবাদী সমাজ তৈরি করতে উদ্যত তার বিপরীতে চোখে চোখ রেখে দেশের অন্নদাতারা দেশ বাঁচাতে মরণপণ লড়াই করছে সেই সময় অন্নদাতাদের সমর্থনে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলার মানুষের কাছে বার্তা দিতে চলার পথে গণসাংস্কৃতিক সংস্থার সভাপতি বজবজ মহেশতলার সমস্ত সাংস্কৃতিক, সমাজিক কর্মীদের পথে নামার আহ্বান জানান। সেই আহ্বানে সামিল হয়ে গত ১৩ মার্চ শনিবার বজবজের প্যালেসস্টার মোড়ে কবিতায়, গানে, বক্তব্য রাখার মাধ্যমে এক প্রতিবাদী কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন অঞ্জন ঘোষ ও দেবাশিস মিত্র। সভার শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সম্পাদক গণশিল্পী নীতিশ রায়। বক্তব্য রাখেন সমাজ কর্মী কিশোর সরকার, সুদেষ্ণা দত্ত, মহিলা আন্দোলনের কর্মী কাজল দত্ত, সময় উপযোগী কবিতা আবৃতি করেন বাচিক শিল্পী অভিজিৎ চক্রবর্তী, শ্রাবণী নাথ, কর্মচ্যুত শ্রমিক বিপ্লব দে নাথ স্বরচিত কবিতা পাঠ করেন, সঙ্গীত পরিবেশন করেন কান্ডীব সাংস্কৃতিক সংস্থা, চলার পথে গণ সাংস্কৃতিক সংস্থা ও গায়ক অভিজিৎ মন্ডল, সেখ সাবির। সভায় উপস্থিত ছিলেন দৃষ্টিপথ পত্রিকার সম্পাদক মন্ডলী। আমন্ত্রিত শ্রোতা এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রোতারা সমগ্র কর্মসূচী উৎসাহের সাথে গ্রহণ করেন, তাই দেখা গেল দুরে দাঁড়িয়ে থাকা শ্রোতারা তাদের অঞ্চলে এরকম একটি কর্মসূচী অনুষ্ঠিত করতে চান, তাই আমাদের আমন্ত্রণ জানিয়ে গেলেন। সমগ্র কর্মসূচীর এটা একটা বড় প্রাপ্তি।

খণ্ড-28
সংখ্যা-10