সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির পশ্চিমবঙ্গ শাখার অন্তর্ভুক্ত ২১টি কৃষক সংগঠনের পক্ষে অমল হালদার (আহ্বায়ক), কার্তিক পাল (সম্পাদক) এক প্রেস বিবৃতিতে জানান ১৮ ফেব্রুয়ারী সারা দেশের সাথে সাথে বাংলায় পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, নদীয়া, মালদা, দার্জিলিং, বীরভূম, মেদিনীপুর সহ প্রভৃতি জেলায় বিভিন্ন স্টেশনে রেল অবরোধে কৃষক জনগণের ব্যাপক অংশগ্রহণ হয়। বাঁকুড়া শহর, বোলপুর, বারাসাত, মালদার একলক্ষী স্টেশন, যাদবপুরের মতো শহরেও অবরোধ হয়। আজকের এই কর্মসূচীতে জনগণের মধ্যে উৎসাহ সহকারে অংশ গ্রহণ দেখা যায়। এই আন্দোলনের সাথে যুক্ত ছাত্রযুব সংগঠনগুলিও শামিল হয়। কাজের দাবিতে বিক্ষোভ সংগঠিত করার সময় শহীদ হন বাম যুব সংগঠনের কর্মী মইদুল ইসলাম মিদ্দা। সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধেও বিক্ষোভ সংগঠিত হয়। আদানি-আম্বানির স্বার্থবাহী “কর্পোরেটজীবি’ মোদি সরকারকে অবিলম্বে তিন কৃষি আইন বাতিল করতে হবে। যতদিন না তা হচ্ছে কৃষকদের আন্দোলন জারি থাকবে।