গত বছর করোনা, লকডাউনের জন্য শিবদাসপুর ইটভাটায় মজুরি চুক্তি হতে পারেনি। এই বছর অনেক টালবাহানা ও ভাটায় শ্রমিক ধর্মঘটের পর ১৫ ফেব্রুয়ারী ২০২১ মালিক পক্ষ ও ইউনিয়নের সাথে দ্বিপাক্ষিক মজুরি চুক্তি হয়।
চুক্তির বিবরণ
শিবদাসপুর ইটভাটা মজদুর ইউনিয়ন ও শিবদাসপুর ব্রীক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে ১৫ ফেব্রুয়ারী ২০২১ তারিখে দু’বছরের জন্য দ্বিপাক্ষিক মজুরি চুক্তি সম্পন্ন হল। এই চুক্তিতে দু’বছরে ১৬ শতাংশ মজুরি বৃদ্ধি করা হয়েছে।
প্রথম বছর ২০২০-২০২১ অর্থবর্ষে ১০ শতাংশ বৃদ্ধি হয়েছে। যেমন ২০১৯-২০২০ অর্থবর্ষে বোঝাই-মিস্তিরি পেত মাসে ১২,৩৪০ টাকা। বৃদ্ধি হয়েছে ১,২৩৪ টাকা। ২০২০-২০২১ অর্থবর্ষে মজুরি হবে মোট ১৩,৫৭৪ টাকা।
দ্বিতীয় বছর ২০২১-২০২২ অর্থবর্ষে ৬ শতাংশ বৃদ্ধি হবে। যেমন চুক্তির পর ২০২০-২০২১ বোঝাই-মিস্তিরি পাবে ১৩,৫৭৪ টাকা, বৃদ্ধি হবে ৮১৪.৪৪ টাকা। ২০২১-২০২২ মজুরি হবে ১৪,৩৮৮.৪৪ টাকা।
অন্য সব বিভাগেও শতকরা এই হারে মজুরি বৃদ্ধি হবে।
ইউনিয়ন ও মালিক পক্ষ উভয়ই চুক্তিতে স্বাক্ষর করে। ঠিক হয়েছে দোলের অনুদান, জ্বালানি ও অন্যান্য বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করে ঠিক করা হবে।
- শিবদাসপুর ইটভাটা মজদুর ইউনিয়ন (এআইসিসিটিইউ)