১২ ফেব্রুয়ারী শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি অঞ্চলের মেহনতী মানুষের দাবিসনদ নিয়ে রাজগঞ্জ ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। ফাটাপুকুর থেকে বিক্ষোভ মিছিল বিডিও দপ্তরে আসে। বিডিও দপ্তরের সামনে বিক্ষোভসভায় বক্তব্য রাখেন দার্জিলিং জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার, বাসুদেব বসু। এছাড়া বক্তব্য রাখেন ও গণসঙ্গীত পরিবেশন করেন জেলা সদস্যা মীরা চতুর্বেদী। মিছিল ও সভায় নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য ও ডাবগ্রাম-ফুলবাড়ি লোকাল কমিটির সম্পাদক অপু চতুর্বেদী, ময়না সূত্রধর, দীনবন্ধু দাস প্রমুখ। বিক্ষোভসভা থেকে ৬ জনের প্রতিনিধি দল আধিকারীকের সাথে সাক্ষাত করে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপির দাবি সনদঃ
১) সাহু নদীতে বাঁধের বন্দোবস্ত করতে হবে। কারণ বর্ষাকালে নদীর জলে ১০-১২টি গ্রাম জলমগ্ন হয়ে পড়ে।
২) সাহু নদীর রেঞ্জার অফিসের নিকট থেকে অনুমোদিত ব্রীজ দ্রুত নির্মাণ করতে হবে।
৩) তপশিলি জাতির সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সহজলভ্য করতে হবে।
৪) অবিলম্বে জমা দেওয়া ৩৯ জনকে জমির পাট্টা প্রদান করতে হবে।
ইতিমধ্যেই এই দাবি নিয়ে ২০২০ সালের ডিসেম্বর মাসে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছিল। বিডিও দপ্তরে দাবি সনদের সমাধানের জন্য আলোচনা ফলপ্রসু হয়।
১৪ ফেব্রুয়ারী দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লকে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় ১৮-২০ ফেব্রুয়ারী ২০২১ তরাই অঞ্চলে শ্রমজীবী অধিকার অভিযানকে সফল করে তোলা, ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দার্জিলিং জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার, বাসুদেব বসু, পবিত্র সিংহ, কান্দ্রা মুর্মু, লাল সিং প্রমুখ। বৈঠকে ফাঁসিদেওয়া বিধান সভা কেন্দ্রের প্রার্থী সুমন্তি এক্কা উপস্থিত ছিলেন।