প্রতিবেদন
ভারত সরকারের বাজেট নিয়ে কয়েকটি কথা
A few words about the budget

১) ভারত সরকারের কাছে আমাদের দাবি করে পাওয়া গাঁয়ের মানুষের গাঁয়েই কাজ। যার নাম ‘১০০ দিনের কাজ’।

এবারের বাজেটে এই কাজে কেন্দ্রের বিজেপি সরকার টাকা কমিয়ে দিয়েছে।

২০২০-২১ সালে সরকার খরচের জন্য রেখেছিল ১,১১,৫০০ কোটি টাকা।

২০২১-২২ সালের বাজেটে কমিয়ে রেখেছে ৭৩,০০০ কোটি টাকা।

তার মানে ৩ ভাগের ১ ভাগ টাকা কমিয়ে দিয়েছে। এর ফলে গাঁয়ের লোক কম কাজ পাবে, গাঁয়ের লোকের রোজগার কমে যাবে। এখন এমনিতেই অনেকে কাজ-হারা হয়ে গেছে। বাজেটে টাকা কমিয়ে দেওয়ায় আরও গরিব হয়ে যাবে।

কোথা থেকে জানা : আনন্দবাজার পত্রিকা, ২ ফেব্রুয়ারী ২০২১

২) দেশের কাজ করার লোকজনের ১০০ জনের ভিতর ৬০ জন থাকে গাঁয়ে। এরা চাষ করে, জিনিস বানায়। এর জন্য লাগে পথ, আলো, জল, বাড়ি -- এমন এমন সব। এসবকে বলে পরিকাঠামো। এসবের যোগান যদি সরকার বাড়িয়ে দিত, গাঁয়ের লোকেরা গাঁয়ে কাজ করতে পারত। এবারের বাজেটে গাঁয়ের পরিকাঠামো খাতে ভারত সরকার কোনো টাকা দেয় নি। ফলে গাঁয়ের লোকের গাঁয়ে কাজ বাড়লো না।

অথচ আগে গাঁয়ের যত লোক কাজ পেতে চাইত এখন তার চেয়ে অনেক অনেক বেশি লোক কাজ পেতে চাইছে।

কোথা থেকে জানা : আনন্দবাজার পত্রিকা, ২ ফেব্রুয়ারী ২০২১

৩) গাঁয়ের আর শহরের গরিবরা যতটা খাবার দরকার পায় না। দেশের লোককে খাবার দেবার দায় ভারত সরকারের। তার জন্য আছে খাদ্য সুরক্ষা আইন। সেই আইন মেনে সরকারের টাকা খরচ করার কথা। এই খাতে ২০২০-২১ সালের বাজেটে ছিল ৩,৪৪,০০০ কোটি টাকা। ২০২১-২২ সালের বাজেটে কমিয়ে রাখা হল ২,০০,০০০ কোটি টাকা।

তার মানে গাঁয়ের আর শহরের গরীবরা আরও কম খাবার খেতে পাবে। আরও কমজোরী হয়ে যাবে।

কোথা থেকে জানা : আনন্দবাজার পত্রিকা, ২ ফেব্রুয়ারী ২০২১

৪) এখনকার এই আকালের সময়ে সরকারি কম্পানিরা জরুরি কাজ করে, করতে পারে। অনেকের চাকরি বানায় বানাতে পারে। অনেক জিনিস আর পরিষেবা কম দামে যোগায়, যোগাতে পারে।

এই বাজেটে বলা হল অনেক ক’টি সরকারী কম্পানি বেচে দেওয়া হবে টাকাওয়ালা মালিকের কাছে।

ভারত সরকার নিজের রোজগার বাতিল করে টাকাওয়ালা কম্পানিদের রোজগার বাড়িয়ে দিল। এরা এবার লোক ছাঁটাই করে কম লোককে কাজে রেখে বেশি দাম বসিয়ে তাদের মুনাফা বাড়াবে।

আর দেশের মানুষজনের অসুবিধা বাড়াবে।

কোথা থেকে জানা : আনন্দবাজার পত্রিকা, ২ ফেব্রুয়ারী ২০২১

৫) নিয়ম হওয়ার কথা ছিল, যারা যতো বেশি মুনাফা বানাবে তারা ততো বেশি কর দেবে। আর সরকার সেই করের টাকা দিয়ে সাধারণ মানুষের উপকার হয় এমন কাজ করবে।

২০২১-২২ এর বাজেটে বলা হলো, যে কম্পানিরা বেশি মুনাফা করবে তারা কম কর দেবে।

যে কম্পানিদের মুনাফা ৫০০ কোটি টাকার ওপরে তারা খুবই কম হারে কর দেবে। যাদের মুনাফা ১০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা, তারা একটু বেশি হারে কর দেবে।

পুঁজির মালিকরা মুনাফা বানায় আমাদের শোষণ করে। ভারত সরকার বলছে, কর কমিয়ে দিয়ে বলছে পুঁজির মালিকরা আমাদের শোষণ করে যতো বেশি মুনাফা বানাবে, সরকার ততো বেশি মদত দেবে কম কর বসিয়ে।

কোথা থেকে জানা : দি হিন্দু, ২ ফেব্রুয়ারী ২০২১

৬) যে দেশবাসী খাবার যোগাড় করতে পারছে না, তাদের খাবার যোগান দেবার দায় দেশের সরকারের।

ভারত সরকার ২০২১-২২ এর বাজেটে খাদ্যে ভরতুকি কমিয়ে দিয়েছে।

২০২০-২১ এর বাজেটে যা ছিল ৪,২২,৬১৮ কোটি টাকা, ২০২১-২২ এর বাজেটে তা কমিয়ে দিয়ে হলো ২,৪২,৮৩৬ কোটি টাকা।

ভারত সরকার দেশবাসীকে খাবার যোগানের দায় মানলো না। ভারত সরকার যারা খাবার পাচ্ছে না তাদের সাথে থাকলো না।

কোথা থেকে জানা : দি হিন্দু, ২ ফেব্রুয়ারী ২০২১

৭) সরকারের কাজ, ভারত সরকারের কাজ হলো যাদের হাতে কাজ নেই, কাজ নেই বলে খাবার নেই, তাদের কাজ দেওয়া।

ভারত সরকারের কাজ হলো, যাদের কাজ করার জায়গা বন্ধ করে দিয়ে কাজ আর রোজগার বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের কাজ ফিরিয়ে দেওয়া, কাজ দেওয়া। যাদের কাজের যায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের কাজ ফিরিয়ে দেওয়া ভারত সরকারের কাজ, সরকারের দায়।

ভারত সরকার মজদুরদের জন্য ভাবেনি।

কোথা থেকে জানা : দি হিন্দু, ২ ফেব্রুয়ারী ২০২১

৮) দেশের কাদের হাতে কতটা সম্পদ রয়েছে তা দিয়ে বোঝা যায় দেশের সরকার কাদের জন্য কাজ করছে, আর কাদের জন্য করছে না।

১৯৯১ সালে উপরের দিকে ১০ শতাংশ লোকের হাতে ছিল ৩৪.১ শতাংশ সম্পদ। আর নীচের দিকে ৫০ শতাংশ লোকের হাতে ছিল ২২.২ শতাংশ সম্পদ।

২০১৯ সালে উপরের দিকে ১০ শতাংশ লোকের হাতে সম্পদের পরিমাণ বেড়ে গিয়ে ৫৬ শতাংশ সম্পদ আর নীচের দিকে ৫০ শতাংশ লোকের হাতে সম্পদ কমে গিয়ে ১৪.৭ শতাংশ সম্পদ।

এই সরকারের শাসনকালে উপরের দিকের লোকেদের হাতে সম্পদ বাড়ছে আর নীচের দিকের লোকের হাতে সম্পদ কমছে।

কোথা থেকে জানা : টাইমস অফ ইণ্ডিয়া, ২ ফেব্রুয়ারী ২০২১

- শুভেন্দু দাশগুপ্ত  

খণ্ড-28
সংখ্যা-7