২০১৯-এর সেই ২৯ দিন টানা অনশনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাধ্য হয়েছিলেন এসএসসি চাকরি প্রার্থীদের ওয়েটিং লিস্টে থাকা সকলকে নিয়োগপত্র দেওয়ার। কিন্তু আজ অবধি সে প্রতিশ্রুতি পূরণ হল না, বরং সামনে এলো আরো দুর্নীতি। এসবের প্রতিবাদেই আজ আরওয়াই-এর উদ্যোগে গড়ে ওঠা ‘এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চ’ কলকাতায় ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে গান্ধীমূর্তি পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে গেলে প্রথম থেকেই রাজ্য সরকারের পুলিশ নানা অছিলায় বাধা দিতে থাকে। অনেক বাকবিতন্ডার পরে মিছিল শুরু হয়, ইতিমধ্যে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল কলকাতা প্রেস ক্লাবে বিষয়টি নিয়ে পূর্বনির্ধারিত সাংবাদিক সম্মেলন করতে গেলে বাকিরা গান্ধীমূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থানে বসেন। তা সত্ত্বেও সেখান থেকে রাজ্যের পুলিশ তাদেরকে জোর করে ওঠানোর চেষ্টা করে এবং তারা উঠতে না চাইলে আরওয়াইএ-র রাজ্য নেতৃত্ব সজল দে, মেহবুব মণ্ডল, অপূর্ব ঘোষ ও আইসার রাজ্য সভাপতি নিলাশিস বসু সহ প্রায় ২০০ জন আন্দোলনকারীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ও পরে সন্ধ্যায় তাদের জামিনে মুক্তি দেয়। আন্দোলনকারীরা হবু শিক্ষক ও গণ আন্দোলনের সংগঠকদের প্রতি রাজ্য সরকারের এই অভব্য আচরণকে তীব্র ধিক্কার জানান এবং মুখ্যমন্ত্রীকে অবিলম্বে তাঁর দেওয়া প্রতিশ্রুতি মতো এসএসসি-র প্যানেলভুক্ত ওয়েটিং লিস্টে থাকা সকল চাকরি প্রার্থীদের দূর্নীতিমুক্ত পদ্ধতিতে নিয়োগ সুনিশ্চিত করার দাবি জানান অন্যথায় আগামীদিনে বৃহত্তর আন্দোলনের সতর্ক বার্তা দেওয়াও হয়।