বনের জমিতে বসবাসকারী তপশীল জাতি ও উপজাতি মানুষের পাট্টা দাও এবং বনের সম্পদের ওপর অধিকার সুনিশ্চিত করো। একদিকে বনসৃজনের নাম করে গরিব, আদিবাসী, বাউরী মানুষের জমির ফসল নষ্ট করে ফেলা হচ্ছে, আবার অন্যদিকে উচ্চবর্ণের আধিপত্য কায়েম করে বনের গাছ কেটে ফুটবল গ্রাউন্ড করা হচ্ছে। আদিবাসীদের বাড়িতে ঢুকে জোরপূর্বক জ্বালানি কেড়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে যদিও বনের শুকনো ডালপালা ও ফলমূলের ওপর আইনি অধিকার এই মানুষেরই। এইসব প্রশ্নে বেশ কিছু দিন যাবত আন্দোলন চলছে। সর্বশেষ, গত ১১ জানুয়ারী বাঁকুড়ায় ডিএফও-কে ডেপুটেশন সিপিআই(এমএল) লিবারেশনের তরফ থেকে। ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি সহ ফারহান হোসেন খান, অশোক বাউরি।
দাবি রাখা হয় –
(১) দীর্ঘদিন ধরে বনের জমিতে বসবাসকারী এসসি, এসটি’দের বাস্তু-চাষের পাট্টা দিতে হবে,
(২) বনের শুকনো ডাল-পাতা-ফল-মাকুড়ের অধিকার গরিব মানুষদের দিতে হবে,
(৩) খেমুয়াতে গরিব আদিবাসীদের ফসল নষ্ট করে, বাউরি পাড়ার ছেলেদের খেলার মাঠে বনসৃজনের নামে গাছ লাগানো হল, অপরদিকে কোদালিয়াতে বড় বড় শালগাছ কেটে উচ্চবর্ণের ছেলেদের জন্য খেলার মাঠ করা হল আদিবাসীদের বিরোধিতা সত্বেও — এই দ্বিচারিতার বিচার চাই।
(৪) এসসি, এসটি ও বনগ্রামের বাসিন্দাদের নিয়ে বন কমিটি গড়তে হবে।