খবরা-খবর
কাটোয়ায় কর্মীসভা
kkk

১৭ জানুয়ারী পুর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের সাহাপুর গ্রামে কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিপিআই(এমএল) লিবারেশনের পুর্ব বর্ধমান জেলা সম্পাদক সলিল দত্ত ও জেলা কমিটির সদস্য সজল পাল ও সমীর বসাক উপস্থিত ছিলেন। বৈঠকের আগে এলাকার কৃষকদের সাথে নিয়ে দিল্লীর কৃষক আন্দোলনের প্রয়াত কৃষক শহীদদের শ্রদ্ধাঞ্জাপন অনুষ্ঠান সংগঠিত করা হয়। শহীদ বেদীতে মাল্যদান করেন জেলা সম্পাদক সহ সমস্ত কমরেড সমর্থক ও গ্রামের কৃষক বৃদ্ধা মহিলা। শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

বৈঠকে প্রথমে উপস্থিত কর্মীদের সাথে এলাকার কৃষির অবস্থা ও নয়া কৃষি আইন নিয়ে মতামত বিনিময় করা হয়। উপস্থিত ২৫-৩০ জন কৃষক কর্মীদের মধ্যে মাত্র এক জন কৃষকবন্ধু প্রকল্পের সুযোগ পেয়েছেন এবং কৃষাণ মান্ডীতে ধান বিক্রির সুযোগ পেয়েছেন। এলাকার অর্থকরী ফসল পাট এখন ৪,০০০ থেকে ৪,৫০০ টাকা কুইন্টাল। যার উৎপাদন খরচ সবার উপস্থিতিতে হিসাব করে দেখা হল ৪,০০০ টাকার বেশি। ধান কৃষাণ মান্ডীতে ১,৮৬৫ টাকা কুইন্টাল, বাজারে এখন ভালো ধান হলেও ১,৪০০ টাকা কুইন্টালের বেশি বিক্রি হচ্ছে না। উৎপাদন খরচ ১,৪০০ টাকার বেশি। এলাকার ব্যাপক যুবক বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। সরকারী সেচের ব্যবস্থা নেই বললেই চলে। প্রচুর ইটভাটা থাকার ফলে মাটি মাফিয়াদের রমরমা কারবার। কয়েকজন জানতে চান নয়া কৃষি আইন নিয়ে খবর শুনেছেন কিন্ত আমাদের এলাকার কৃষকদের এই আইনে কি ক্ষতি করবে? সজল পাল দেশজুড়ে কৃষক আন্দোলনের পরিপেক্ষিত ও বর্তমান আন্দোলনের অবস্থানের সাথে সাথেই তিনটি আইন ব্যাখ্যার মাধ্যমে এখানকার কৃষক ও সাধারণ মানুষের উপর আইনের মারাত্মক ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। এআইকেএসসিসি’র গঠনের ইতিহাস, বর্তমান বিভিন্ন কর্মসূচী ও আগামী ২৬ জানুয়ারীর বৃহত্তর লড়াইয়ে একদিকে ভারতবর্ষের কৃষক ও গণতান্ত্রিক জনগণ, অন্যদিকে আদানী-আম্বানী ও বিজেপি-আরএসএস নেতৃত্বাধীন মোদী সরকারের মুখোমুখী লড়াইয়ের প্রস্তুতির কথা তুলে ধরেন। এই এলাকাতে অতীতে সিপিআই(এমএল) লিবারেশনের নেতৃত্বে চরের খাস জমি ও বেওয়ারিশ জমি দখল করে কৃষকদের মধ্যে বন্টন করা হয়। সেইসব জমি এখনও পাট্টা হয়নি। এখন কিছু ধান্ধাবাজ লোক ভুয়া কাগজ দেখিয়ে দখলচুত করতে চাইছে। সলিল দত্ত পার্টির সামগ্রিক অবস্থান ব্যাখ্যা করে পার্টিকে শক্তিশালী করার উপর জোর দেন। এই দখলীকৃত জমির পাট্টার দাবীতে আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন এবং ২০ জানুয়ারী কলকাতার এআইকেএসসিসি’র জমায়েত ও ২৬ জানুয়ারীর মন্তেশ্বর বিধানসভার টাক্টর মিছিলে অংশগ্রহণ করার আহ্বান রাখেন।

খণ্ড-28
সংখ্যা-4