এমন একটা সময় যাচ্ছে, যেখানে বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে বহু ছাত্র ছাত্রী। তাদের মধ্যে একটা অংশের মেয়েরা বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক চাপে পড়াশুনার অধিকার পাচ্ছে না। ঠিক এরকম সময়ে দাঁড়িয়ে স্মরণ করা হয় নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ রোকেয়া শাখাওয়াত হোসেনকে। গত ৯ ডিসেম্বর তাঁর জন্মদিন এবং মৃত্যুদিনকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় বিষ্ণুপুর আইসা ইউনিটের পক্ষ থেকে বেশ কিছু ছাত্র ছাত্রীদের নিয়ে। রোকেয়ার ছবিতে মাল্যদান করেন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির অন্যতম সদস্যা মল্লিকা দাশগুপ্ত। এরপর এক এক করে আমাদের ছাত্রছাত্রীরা মাল্যদান করে শ্রদ্ধা জানায়। ছাত্রীদের মধ্যে আসপিয়া খাতুন, সুমনা মাকুড় ও সহেলী দে বেগম রোকেয়া সম্বন্ধে কিছু কথা বলে এবং তাদের কিছু স্বরচিত কবিতা পাঠের মধ্যে দিয়ে স্মরণ সভা শেষ হয়।