দিল্লীর কৃষক আন্দোলনের সংহতিতে ১৫ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের কুলী চৌরাস্তা গঞ্জে যৌথভাবে অবস্থান বিক্ষোভ অবরোধ সংগঠিত করা হয়। এক হাজারের বেশী মানুষ জমায়েত হয়েছিল। দীর্ঘ সময় অবস্থান চলে এবং বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। কৃষক বিরোধী কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল ও বিদ্যুত বিল ২০২০ বাতিলের দাবি তোলা হয়। অবস্থান অবরোধে ধান রাখা হল। ধান নিয়ে মিছিল হয়। আধ ঘণ্টা অবরোধ করার পর কর্মসূচীর সমাপ্ত হয়। সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষ থেকে শতাধিক মানুষ জমায়েত হয়েছিল। নেতৃত্বে ছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের মুর্শিদাবাদ জেলাকমিটির সদস্য হায়দার সেখ এবং আয়ারলার মুর্শিদাবাদ জেলার সম্পাদক হাসান সেখ। এই কর্মসূচীতে আরএসপি ভাল সংখ্যক মানুষ জমায়েত করেছেন।
বহরমপুর অফিসে ১৮ ডিসেম্বর কমরেড বিনোদ মিশ্রের ২২তম প্রয়াণ দিবসে সংকল্প দিবস পালন করা হয়। ২০ জন কমরেডের উপস্থিতিতে কমরেড বিনোদ মিশ্রের প্রতিকৃতিতে মাল্যদান ও এক মিনিট নিরবতা পালন করা হয়। তারপর অফিসে বসে কেন্দ্রীয় কমিটির ১৮ ডিসেম্বরের আহ্বান পাঠ করা হয় ও আলোচনা করা হয়। জেলা সম্পাদক রাজীব রায় সমস্ত কর্মসূচীর নেতৃত্ব দেন।