খবরা-খবর
মানবাধিকার দিবসে বাঁকুড়ায় সভা
kkkk

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে বাঁকুড়ার মাচানতলায় সভা করা হয় আইসার তরফ থেকে। সভাটি পরিচালনা করেন যুব সংগঠক প্রান্তিক এবং আইসার পক্ষে বক্তব্য রাখেন শুভঙ্কর, বিল্টু ক্ষেত্রপাল ও তিতাস গুপ্ত। তারা ভারভারা রাও থেকে শুরু করে সিএএ বিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশী প্রতিশোধ, ভিমা কোরেগাঁও এর সাজানো মামলায় মানবাধিকার কর্মী, অধ্যাপক ও ছাত্রনেতাদের জেলে পাঠানো নিয়ে সরব হন এবং কাশ্মীরের জনগণের, আসামের জনগণের ওপর অত্যাচারের বিরুদ্ধে, নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের মানবাধিকার হরণের প্রশ্ন নিয়েও সোচ্চার হন। এছাড়াও সিপিআই(এমএল) লিবারেশানের জেলা সম্পাদক বাবলু ব্যানার্জী সবশেষে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন, বিজেপি মানেই বিপর্যয়, বিজেপি মানেই গণতন্ত্র ও মানবাধিকারের লঙ্ঘন।

খণ্ড-27
সংখ্যা-45