কৃষি ও কৃষক বিরোধী কেন্দ্রীয় নয়া কৃষি আইনের বিরুদ্ধে এবং দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সংহতিতে গত ১০ ডিসেম্বর সোচ্চার হয়ে উঠল হুগলির দাদপুর থানার মহেশ্বরপুর। কৃষক আন্দোলনের সংহতিতে সংগঠিত এই সমাবেশের নামকরণ হয়েছিল “সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও” সমাবেশ। আয়োজক সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি, আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ এবং সারা ভারত কিষান মহাসভা।
সমাবেশে উপস্থিত হয়েছিলেন আয়ারলা’র দুই সর্বভারতীয় নেতা ও বিধায়ক সত্যদেব রাম এবং বীরেন্দ্র গুপ্তা। এই সমাবেশ উপলক্ষে সারা ব্লক জুড়ে বিজেপি বিরোধী তীব্র প্রচারাভিযান সংগঠিত হয়। সত্যদেব রাম তাঁর আবেগঘন বক্তৃতায় সহজেই উপস্থিত সকলের মন স্পর্শ করতে সক্ষম হন। বীরেন্দ্র গুপ্তা এখানকার চলমান আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার করেন।
এছাড়াও বক্তব্য রাখেন ধনেখালি লোকাল কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সদস্য সজল দে; কিষান মহাসভার জেলা নেতা মুকুল কুমার, আদিবাসী মঞ্চের জেলা সম্পাদক পাগান মুর্মু প্রমুখ। দিল্লির কৃষক শহীদদের স্মরণে সভার শুরুতেই নীরবতা পালন করা হয়। আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় সভা।