বাবরি মসজিদ ভাঙ্গার কালো দিনে বালীর নিশ্চিন্দায় সকালে পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ বালীর উদ্যোগে এক প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচী পালিত হয়। সমগ্র অনুষ্ঠানে আরএসএস-বিজেপির ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার ডাক দেয়া হয়। সঙ্গীত পরিবেশন করেন সংযোগ সাংস্কৃতিক সংস্থা, শ্যাম চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী; আবৃত্তি পরিবেশন করেন অমিতাভ ব্যানার্জী; ভারতীয় গণনাট্য সঙ্ঘের সৃজনী শাখা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। এআইএসএ-র অঙ্কিত মজুমদার এবং সিপিআই(এমএল) লিবারেশনের হাওড়া জেলা সম্পাদক দেবব্রত ভক্ত ভারতের ফ্যাসিবাদী বিজেপি সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন। “লড়াই করো যত দিন না বিজয়ী হও” এই সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে শেষ হয়। সঞ্চলনায় ছিলেন দীপক চক্রবর্তী।