প্রতিবেদন
লাখো কিষাণ রাজপথে -- নয়া কৃষি আইন প্রত্যাহার করো
ki

মোদী সরকার আন্দোলনে বিভেদ সৃস্টি করার চক্রান্ত করছে। এর বিরুদ্ধে কৃষকের সংগ্রামী ঐক্য মজবুত করার আহ্বান জানালো সারা ভারত কিষাণ মহাসভা (এআইকেএম)। প্রবল ঠান্ডার মধ্যে লাখো কিষাণ রাজধানী দিল্লীর রাজপথে অবস্থান করে চলেছে। প্রতিদিন আন্দোলনকারী কৃষকের সংখ্যা বাড়ছে। সমাজের সর্বস্তরের মানুষ সংহতিতে এগিয়ে এসেছে। এই মুহুর্তটা কৃষি আইনের খুঁটিনাটি বিষয় নিয়ে তাত্ত্বিক আলোচনা করার সময় নয়। সবার আগে নয়া কৃষি আইন ও বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে। এই আওয়াজ তুলে ধরে দিল্লীর আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ডাক দিলেন এআইকেএম সর্বভারতীয় সম্পাদক রাজারাম সিং। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ৩৫ জন কৃষক নেতার সাথে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে কোন সমাধান সূত্র বেড়িয়ে আসেনি। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, বাণিজ্য মন্ত্রী পীযুস গোয়েল, রাস্ট্রমন্ত্রী সোম প্রকাশ। ৩২ জন কৃষক নেতা ছিলেন পাঞ্জাব ইউনিয়ন থেকে, ১ জন হরিয়ানা, ২ জন এআইকেএসসিসি ও আরকেএমএস থেকে। এই বৈঠকে কেন্দ্রীয় সরকার ৫ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠনের প্রস্তাব দেয়, যারা কৃষি আইন সম্পর্কে উত্থাপিত বিরোধগুলি খতিয়ে দেখবে। কৃষক নেতারা এই প্রস্তাব সম্পূর্ণ খারিজ করে দেন। তারা বলেন, এ জাতীয় কমিটি অতীতে বহুবার হয়েছে, কিন্তু সেগুলি কোনেরকম ফলপ্রসু হয়নি। ৩ ডিসেম্বর পরবর্তী বৈঠক হওয়ার কথা। নয়া কৃষি আইন বিরোধিতার পয়েন্টগুলি কি কি সেটা বিস্তারিতভাবে এবং আরও নির্দিষ্টভাবে জানানোর জন্য কেন্দ্রীয় সরকার কৃষক নেতাদের কাছে প্রস্তাব দেয়, যা পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু ছোট খাটো সংশোধনী দিয়ে কৃষি আইনের মূল মূল ক্ষতিকারক দিকগুলিকে অব্যাহত রাখার চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকরা দৃঢ়পণ অবস্থান গ্রহণ করেন। যেমন, পঞ্জাবের কৃষক নেতারা জোরের সাথে বলেন, আমাদের লড়াই কেবলমাত্র ফসলের সহায়ক মূল্যর জন্যই নয়, কৃষিক্ষেত্রে কর্পোরেট দখলদারী কায়েম করার নীতির বিরুদ্ধে। এ লড়াই বাঁচার লড়াই। কিছুতেই আমরা লড়াইয়ের ময়দান ছাড়বো না। এই পরিস্থিতিতে আন্দোলনকে সারা দেশে আরও ব্যপক ও তীব্রতর করে তোলার জন্য এআইকেএসসিসি আহ্বান জানিয়েছে।

এআইকেএম পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় রাজভবন অভিযানে হাজার হাজার কৃষক অংশগ্রহণ করবে। তার আগে চলতি সপ্তাহে রাজ্যের জেলায় জেলায় সংগঠিত হবে কৃষকদের সড়ক অবরোধ।

- জয়তু দেশমুখ    

খণ্ড-27
সংখ্যা-43