৮ অক্টোবর সন্ধ্যায় হালিসহর সাংস্কৃতিক সংস্থা-র আয়োজনে গণসংস্কৃতি আন্দোলনে অবিচল সৈনিক, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ-এর প্রাক্তন সভাপতি প্রয়াত প্রবীর (মনাদা) বল স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত সাথীর প্রতিকৃতিতে মাল্যদান ও তাঁর স্মৃতির প্রতি নীরবে শ্রদ্ধাজ্ঞাপনের পর সঙ্গীত-ভাষ্য ও কবিতা পাঠ এবং বক্তব্য ইত্যাদির মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠান ভাবগম্ভীর হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে ও শেষে হালিসহর সাংস্কৃতিক সংস্থা লেখা ও সুরকার মনাদার কিছু গান পরিবেশন করে। বক্তব্য পেশ করেন সাগর চ্যাটার্জী। পথসেনা সমবেত প্রয়াসে মনাদার গান উদাত্ত কণ্ঠে সুন্দরভাবে পরিবেশন করে। সিতাংশু চক্রবর্তীর মনাদাকে স্মরণ করে যে লেখা পাঠান তা পাঠ করা হয়। সুদীপ দস্তিদার ও বান্ধবী মজুমদার এক গভীর আবেগে-আবেশে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। সরিৎ (বাবলি) চক্রবর্তী মনাদার পাশে থেকে পারর্ফম করার অভিজ্ঞতার কথা বলেন আর সুন্দরভাবে মনাদার গান গেয়ে শোনান। অভিজিত (রাণা) সেনগুপ্ত আজকের পরিপ্রেক্ষিতে স্বরচিত কবিতা পাঠ করেন। রবি সেন ও সুব্রত (বাপি) সেনগুপ্ত মনাদার স্মরণে বিভিন্ন না-জানা দিক এবং সাংস্কৃতিক কর্মী ও সংগঠন সম্পর্কে স্বচ্ছ ইতিবাচক বক্তব্য পেশ করেন। সমগ্র অনুষ্ঠানটি যথাযথভাবে সঞ্চালনা করেন অর্ণব চক্রবর্তী। বেশ কিছু দর্শক উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সার্থক করতে সাহায্য করেন। শব্দপ্রেক্ষণে সাহায্য করেছেন শান্তনু। সবশেষে, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্মরণ অনুষ্ঠান শেষ হয়।