খবরা-খবর
হাথরাস স্মরণে গণ কনভেনশন বৈঁচিতে
4aaa

গত ১৮ অক্টোবর হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বৈঁচিতে সিপিআই(এমএল)-এর পক্ষ থেকে হাথরাস ঘটনার প্রতিবাদে গণ কনভেনশন অনুষ্ঠিত হয়।

কনভেনশনের প্রস্তাবনায় বিজেপির নারীবিদ্বেষী, দলিত বিরোধী বর্ণবাদী ঘৃণার রাজনীতিকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়, সাম্প্রতিক সময়ে বিজেপির বিভিন্ন জনবিরোধী ফ্যাসিস্ট পদক্ষেপ এবং হাথরাস ঘটনায় সামনে আসা বিজেপির হিংস্র নগ্নতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রস্তাবনাকে সমর্থন করে বক্তব্য রাখেন ঊজ্বল ঘোষ (ডিওয়াইএফ-এর বৈঁচি এরিয়া কমিটির নেতা), সমুদ্রগুপ্ত নন্দী (এসএফআই-এর পান্ডুয়া ব্লকের প্রাক্তন নেতা), সুমনা সাহানি (স্কুল ছাত্রী)। অঞ্চলের বিশিষ্ট আবৃত্তি শিল্পী দীপনিকা সাহা কনভেনশনের বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ দুটি কবিতা আবৃত্তি করেন। প্রগতিশীল মহিলা সমিতির জেলা নেত্রী সরস্বতী বেসরার সাবলীল বক্তব্য শ্রোতাদের আলোড়িত করে। বক্তব্য রাখেন স্বরস্বতী তুড়ি, শিপ্রা চ্যাটার্জি, নিরঞ্জন বাগ, শুভাশিস চ্যাটার্জি প্রমুখ। কনভেনশনের শুরুতে মণীষা বাল্মীকির স্মরণে স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পণ ও নীরবতা পালিত হয়।

খণ্ড-27
সংখ্যা-38