“দেখো লাখো হৃদয়ের বন্দরে এক সূর্য ওঠে”
llal

এই শিরোনামে গতকাল ১৮ অক্টোবর (রবিবার) বজবজ “চলার পথের” আয়োজনে, মনোরঞ্জন নস্কর ভবনে অনুষ্ঠিত হয়ে গেল প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী প্রবীর বল-এর স্মরণ সভা। সভার সূচনা হয় তাঁর ছবিতে মাল্য ও পুস্প দানের মধ্য দিয়ে। মাল্যদান করেন সিপিআই(এমএল) লিবারেশনের দক্ষিন চব্বিশ পরগনার জেলা সম্পাদক কমরেড কিশোর সরকার, পশ্চিমবঙ্গ গণ সংস্কৃতি পরিষদের রাজ্য সম্পাদক গণসঙ্গীত শিল্পী নীতীশ রায়, চলার পথের প্রতিষ্ঠাতা সম্পাদক অঞ্জন ঘোষ, চলার পথের পক্ষে অভিজিৎ মন্ডল ও আইসার পক্ষ থেকে দীপ মালিক, সৌম্য সেনগুপ্ত, মহ: মহসিন, প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে কাজল দত্ত, সারা ভারত কিষাণ মহাসভার জেলা সম্পাদক দিলীপ পাল, এছাড়া ইন্দ্রজিৎ দত্ত সহ প্রমূখ। প্রবীর বল (মনাদার) স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন দেবাশীষ মিত্র ও অঞ্জন ঘোষ (চলার পথে), কিশোর সরকার (সিপিআইএমএল), সৌম্য সেনগুপ্ত (দৃষ্টি পথ), নীতীশ রায় (প:ব: গণ সংস্কৃতি পরিষদ), প্রদীপ বাবু (সাংস্কৃতিক কর্মী) প্রমূখ। অভিজিৎ মন্ডল তার গান আর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে মনাদাকে শ্রদ্ধা জানান। মোহন মন্ডল স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান।সব শেষে গণ শিল্পী নীতিশ রায়-এর গান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ মিত্র।

মনাদা আমাদের কাছে চির স্মরণে-চির মননে

খণ্ড-27
সংখ্যা-38