১৬ অক্টোবর রানিবাঁধ বিধানসভার অন্তর্গত হিড়বাঁধ ব্লকে, কৃষক ও কৃষি-মজুরদের সংগঠিত করে কৃষক বিরোধী কৃষি অধ্যাদেশগুলি বাতিলের দাবি সহ মেহনতি আদিবাসী জনসমাজের একাধিক বুনিয়াদি দাবি নিয়ে ব্লক ডেপুটেশন সংঘটিত করে সিপিআই(এমএল) লিবারেশন। একটি বিক্ষোভ মিছিল করে ব্লক অফিসের সামনে জমায়েত করা হয়, পরে ৫ জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন এবং আধিকারিকদের কাছে স্থানীয় সমস্যাগুলি মেটানোর আশ্বাস পাওয়ার পর নভেম্বর মাসের প্রথমেই পুনরায় যোগযোগ করে আলোচনা ও সমাধানের কথা ঠিক হয়। আদিবাসী ও বনবাসীদের পরোক্ষভাবে বনদপ্তর কর্তৃক উচ্ছেদের পরিবর্তে প্রত্যেককে পর্চা সহ পাট্টা প্রদানের প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জাননো হয়। এছাড়া বার্দ্ধক্য ভাতা, কৃষকবন্ধু, কিসান ক্রেডিট প্রকল্প, সাসফাউ-এর টাকা পাওয়ার জটিলতা এক্ষুণি দূর করে জনগণকে বঞ্চিত করা বন্ধ করতে বলা হয়। রেশনে চাল ব্যক্তি পিছু ১৫ কেজি করার কথা বলা হয় খাদ্য সুরক্ষার স্বার্থে। সর্বোপরি বেশি থেকে বেশি সংখ্যক ক্যাম্প করে নুন্যতম সহায়ক মূল্য অনুযায়ী ফসল ক্রয় করার দাবি ও জব কার্ডে ২০০ দিন কাজ ও মজুরি বৃদ্ধির দাবি তোলা হয়। বেশি মাত্রাতে ক্যাম্প (ফসল কেনার) করার বিষয়ে এবং সরকারী প্রকল্প গুলি থেকে বঞ্ছিত হওয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে পার্টি নেতৃত্বের সাথে ব্লক অফিসের যোগাযোগ নিয়মিত করার আশ্বাস পাওয়া যায়। এইদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সুধীর মুর্ম্মু, অমল, ফারহান, ছাত্র নেতা মঙ্গল মুর্ম্মু, প্রান্তিক, সুশান্ত ধীবর ও পার্টির জেলা সম্পাদক বাবলু ব্যানার্জী।