খবরা-খবর
সংবর্ধিত হলেন শাহিনবাগের বিলকিস দাদি
nuf

দিল্লীতে ২৯ সেপ্টেম্বর শাহিনবাগের অন্যতম ‘দাদি’কে সংবর্ধনা জানালেন দিল্লীর নাগরিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন নারী গোষ্ঠী। প্রসঙ্গত, শাহিনবাগের এই ‘দাদি’ টাইম পত্রিকার বিচারে ২০২০-র সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির অন্যতম বলে বিবেচিত হয়েছেন। ওই সংবর্ধনা সভায় যাঁরা বক্তব্য রাখেন তাঁদের মধ্যে ছিলেন ডঃ সয়িদা হামিদ, অ্যানি রাজা, ভাষা সিং, ডঃ পুনম বাটরা, ভার্টিকা মানি, বাণী সুব্রমনিয়ন ও অন্যান্যরা। তাঁরা বলেন, বিলকিস দাদি এবং শাহিনবাগে শুরু হওয়া সমভিত্তির নাগরিকত্ব আন্দোলন সারা বিশ্বের কাছেই শান্তিপূর্ণ প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে এবং সেগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে চলেছে। দিল্লী পুলিশের বিদ্বেষমূলক তদন্তে যেভাবে সমভিত্তির নাগরিকত্বের জন্য, নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএএ) বিরুদ্ধে এবং প্রস্তাবিত নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে শান্তিপূর্ণ  আন্দোলনকে দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র বলে, দিল্লী দাঙ্গার অনুঘটক বলে চিত্রিত করা হচ্ছে, তাতে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা শাহিনবাগকে মহিলা নেতৃত্বে চালিত স্বাধীন ভারতের বৃহত্তম, সবচেয়ে শান্তিপূর্ণ আন্দোলন রূপে অভিহিত করেন। সমভিত্তির নাগরিকত্বের জন্য যাঁরা আন্দোলন চালিয়েছেন এবং মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অন্যায়ভাবে যাঁদের জেলে পোরা হয়েছে, সংবর্ধনা সভার সংগঠকরা তাঁদের প্রতি সংহতি জানান এবং আন্দোলনকারীদের অন্যায়ভাবে নিশানা বানানোর অভিযান বন্ধ করার দাবি তোলেন।

খণ্ড-27
সংখ্যা-36