৬ অক্টোবর উত্তর ২৪ পরগনা হালিশহর মিড ডে মিল কর্মীদের সংগঠন রন্ধনকর্মী (মিড ডে মিল) ইউনিয়নের চার সদস্যের এক প্রতিনিধি দল পাঁচ দফা দাবি নিয়ে হালিশহর পুরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিলেন। দাবিগুলি হল – বারোমাসের ভাতা প্রতি মাসে দিতে হবে, প্রত্যেক রন্ধনকর্মীকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনতে হবে, বাজারদরের অত্যধিক বৃদ্ধির কারণে ভাতা বাড়াতে হবে, প্রত্যেক রন্ধনকর্মীকে উৎসব অনুদান দিতে হবে, হালিশহরের মিড ডে মিল ব্যবস্থা এনজিওদের হাতে তুলে দেওয়া চলবে না।
এরপরে ঋণমুক্তি কমিটির বিক্ষোভ মিছিল বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে বলদীঘাটে শেষ হয়। বক্তব্য রাখেন উত্তম দাস। নেতৃত্ব দেন দিলীপ পাসি, সুকুমার দাস প্রমুখ।