শিলিগুড়ি লোকাল কমিটির সদস্য, শিলিগুড়ি সাংস্কৃতিক মহলের পরিচিত মুখ কমরেড সুরজিত অধিকারীর স্মরণসভা ১০ অক্টোবর দার্জিলিং জেলা পার্টি অফিসে অনুষ্ঠিত হয়। একদিনে স্মরণ করা হয় সদ্য প্রয়াত গণ সঙ্গীত শিল্পী প্রবীর বলকে। কমরেড সুরজিত অধিকারীকে স্মরণ করতে গিয়ে জেলা সম্পাদক অভিজিত মজুমদার, শিলিগুড়ি লোকাল কমিটির সদস্য কবি গৌতম চক্রবর্তী, জেলা সদস্যা মীরা চতুর্বদী, রাজ্য কমিটির সদস্য বাসুদেব বোস সকলেই তাঁর সৃজনশীলতার কথা, বিভিন্ন নাগরিক উদ্যোগে কথা, পার্টি সংগঠক হিসেবে তার যে অবদান সেগুলি তুলে ধরেন। বর্তমান সময়ে ফ্যাসিস্ট আগ্রাসনকে প্রতিহত করতে বিভিন্ন পার্টি কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন নাগরিক উদ্যোগের সঙ্গে সঙ্গে প্রতিরোধের সংস্কৃতি, গণ মানুষের সংস্কৃতির বিকল্প ভাবনার যে স্বপ্ন কমরেড সুরজিত অধিকারী আমৃত্যু দেখে গেছেন, সেই গণ সংস্কৃতি পরিষদের একটি জেলা কাঠামো তৈরির প্রস্তাবও জেলা সম্পাদক উপস্থিত কমরেডের সামনে রাখেন।