খবরা-খবর
সিবিআই তদন্ত নিয়ে শুরুতেই খটকা
dar

সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো(সিবিআই) হাথরস গণধর্ষণ-হত্যা মামলার তদন্তভার পেয়েছে। কিন্তু তদন্তের শুরুতেই সিবিআই-এর কার্যকলাপ তার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মামলা হাতে নিয়ে গত রবিবার সকালে সিবিআই ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা), ৩৭৬(ডি)(গ্যাং রেপ) ও ৩০২ (খুন) ধারা ও এসসি/এসটি (নিপীড়ন নিবারণ) আইনের ৩(২)(v) ধারায় এফআইআর নথিভুক্ত করে। এই এফআইআর ও একটি সংবাদ বিবৃতি তাদের ওয়েবসাইটে তুলে দেয়। বিবৃতিতে সম্ভাব্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়, “ধর্ষণ, খুনের চেষ্টা, গণধর্ষণ ও খুন (অন্যান্য)”। কিন্তু ওয়েবসাইটে এগুলি প্রকাশিত হওয়ার দুয়েক ঘন্টা পেরোতে না পেরোতেই এগুলি মুছে ফেলে নতুন প্রেস বিবৃতি জারি করে সিবিআই জানায় যে, উত্তরপ্রদেশ রাজ্য সরকার ও তদুপরি কেন্দ্র সরকারের নির্দেশে তারা এই তদন্ত করছে এবং ১৪ সেপ্টেম্বর হাথরাস জেলার চান্দপা থানায় লেখা এফআইআর অনুযায়ী গলায় ফাঁস দিয়ে হত্যার প্রচেষ্টার অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে। প্রশ্ন উঠেছে যে, সিবিআই-এর এই পশ্চাদপসরণ কি নিছক টেকনিক্যাল?

খণ্ড-27
সংখ্যা-37