আম্বেদকরপন্থী সংগঠনগুলির আহ্বানে আইসার প্রতিবাদ সভা
aeas


সারা দেশে ১০ ও ১৩ অক্টোবর প্রতিবাদের ডাক দিয়েছিল বিভিন্ন আম্বেদকরবাদী সংগঠনগুলি। সেই ডাকে সাড়া দিয়ে ১০ অক্টোবর আইসা কলকাতায় যাদবপুর ও বাগবাজারে এবং বাঁকুড়ার বিষ্ণুপুরে এবং ১৩ অক্টোবর হাওড়ার বালিতে প্রতিবাদী কর্মসূচী সংগঠিত করে।

বাগবাজার বাটার মোড়ে বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন কমরেড অন্বেষা, কমরেড শুভাশীষ, আইসার রাজ্য সভাপতি কমরেড নীলাশিস এবং সিপিআই(এমএল) লিবারেশন-এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জয়তু দেশমুখ। গণসঙ্গীত পরিবেশন করেন কমরেড শায়ন। সভা সঞ্চালনা করেন কমরেড ত্রিয়াশা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ৪নং গেট থেকে মিছিল করে যাদবপুর ৮বি-তে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় আর্টস ফ্যাকাল্টি ইউনিট সভাপতি কমরেড রুদ্র তাঁর বক্তব্যে বলেন যে, রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন মনীষার মরদেহ জ্বালিয়ে দিয়ে আসলে দলিত মানুষের অধিকারকেই পুড়িয়ে শেষ করে দিতে চেয়েছে। খেটে খাওয়া মানুষকে নীচু চোখে দেখার বিরুদ্ধে সর্বস্তরে লড়াই করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে কমরেড রুদ্র প্রভাকর সকলকে নিজের বাড়ির পরিচারিকা বা অন্য কাজের মানুষদের প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গী ও ব্যবহারকে আত্মসমীক্ষার চোখে দেখার কথা বলেন। কমরেড সায়নী চাঁচাছোলা ভাষায় মোদি-যোগিকে আক্রমণ করে বলেন যে নারীসমাজ যে কোনও মূল্যে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে পর্যুদস্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আইসা কলকাতা জেলা কমিটির সদস্য কমরেড অতনু এবং আইসা কলকাতা জেলা সভাপতি কমরেড অভিজিৎ তাঁদের বক্তব্যে বিজেপি আরএসএসের বিরুদ্ধে সার্বিক লড়াই গড়ে তোলার কথা বলেন। সিপিআই(এম এল) লিবারেশনের রাজ্য কমিটির সদস্য কমরেড মলয় তেওয়ারী বলেন যে, হাথরাসের ঘটনায় বিজেপি ও তার সরকারের ভূমিকা আসলে তাদের হিন্দুত্ববাদী এজেণ্ডারই অঙ্গ, বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে রচিত গণতান্ত্রিক সংবিধান সরিয়ে বিজেপি-আরএসএস যে মনুসংহিতা কায়েম করতে চায় তার স্বরূপ কী হতে পারে তাই প্রকাশিত হয়েছে হাতরাসে। তিনি আরও বলেন যে জন্মলগ্ন থেকেই আইসা হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছে, নব্বই দশকের শুরুতে উত্তরভারত জুড়ে হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে লড়ায়ের মধ্যে দিয়ে আইসার উত্থান ঘটেছিল, আইসা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবে। সমগ্র সভাটি পরিচালনা করেন কমরেড বর্ষা বড়াল। প্রতিবাদ সভার শেষে যাদবপুর ৮বি মোড় অবরোধ করে, যোগী আদিত্যনাথের কুশপুতুল পোড়ানো হয়। ১৩ অক্টোবর বেলুড় নেতাজি পার্কের সামনে আইসার পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আইসা রাজ্য সভাপতি কমরেড নীলাশিস বসু, হাওড়া জেলা সম্পাদক কমরেড অঙ্কিত মজুমদার এবং বালি ইউনিটের সম্পাদক কমরেড সৌত্রিক গোস্বামী।

খণ্ড-27
সংখ্যা-37