কুখ্যাত জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ এবার বিজ্ঞানী পার্থ সারথি রায়কে তাদের মুম্বাই স্থিত সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ১০ সেপ্টেম্বর তারিখে। শ্রী পার্থ রায়-এর মাধ্যমে এবার অমিত শাহ-র ব্যক্তিগত বাহিনীতে রূপান্তরিত হওয়া এনআইএ এ রাজ্যে ঢোকার ফন্দি আঁটছে। এর বিরুদ্ধে পার্টি ১০ তারিখ প্রতিবাদ দিবসের ডাক দেয়। এর সাথে আরও দুটো ইস্যুকে যুক্ত করে যাদবপুর ৮বি-তে পালিত হয় ধিক্কার ও প্রতিবাদ সভা। অধ্যাপক মেরুনা মুর্মুর বিরুদ্ধে বর্ণবাদী, ব্রাহ্মণ্যবাদী কুৎসা ও দিল্লি দাঙ্গাকে সামনে রেখে প্রতিবাদী ছাত্র, গণতান্ত্রিক ব্যক্তিবর্গ, সমাজকর্মীদের হেনস্থা ও অন্যায় গ্রেপ্তারির বিরুদ্ধেও প্রতিবাদ ধ্বনিত হয়।
যাদবপুরে এই সভার আয়োজক ছিল আইসা, এআইসিসিটিইউ, এআইপিডব্লিউএ, গণসংস্কৃতি পরিষদ এআইপিএফ ও আরওয়াইএ।
এ ছাড়াও বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন এই সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন অরিজিত মিত্র স্মারক কমিটির নেতৃবৃন্দ। বন্দী মুক্তি কমিটির ছোটন দাস, ফামার গৌতম দাশগুপ্ত, পিইউসিএল-র অম্লান ভট্টাচার্য, নাট্য ব্যক্তিত্ব ও গণসংস্কৃতি পরিষদের দেবাশীষ চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। সময়াভাবে সকলকে বক্তব্য রাখার জন্য ডাকা সম্ভব হয়নি।
বক্তারা সকলেই গণতন্ত্র হরণের নানান দিক তুলে প্রতিবাদ জানান, মেরুনা মুর্মুর উপর বর্ণবাদী কুৎসার নিন্দা করেন ও বৃহত্তর আন্দোলনের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। আইসা থেকে বক্তব্য রাখেন সৌমেন্দু, এআইপিডব্লিউএ-র থেকে ইন্দ্রাণী দত্ত, এআইসিসিটিইউ-র তরফ থেকে বাসুদেব বোস। সিপিআইএমএল পলিটব্যুরো সদস্য কার্তিক পাল উপস্থিত ছিলেন। সভার কাজ পরিচালনা করেন অতনু চক্রবর্তী।