বামপন্থী মহিলা সংগঠনগুলির বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন
deea

জলপাইগুড়ির রাজগঞ্জে দুই আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ ও একজনের মৃত্যুর ঘটনা সহ বীরভূমে আদিবাসী মহিলাকে ধর্ষণ, বর্ধমানে গর্ভবতী মহিলার উপর অত্যাচার এবং গড়বেতায় মহিলাদের রাস্তায় লাঠিপেটার প্রতিবাদে ১৪ সেপ্টেম্বর রাজ্যের ৫টি বামপন্থী মহিলা সংগঠনের (সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ মহিলা সমিতি, অগ্রগামী মহিলা সমিতি এবং নিখিল বঙ্গ মহিলা সংঘ) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও রাজ্য মহিলা কমিশনে ডেপুটেশন দেওয়া হয়। ব্যানার, ঝান্ডা, প্ল্যাকার্ডে সুসজ্জিত বিক্ষোভ মিছিল সল্টলেক করুণাময়ী থেকে শুরু হয়ে জলসম্পদ ভবনে রাজ্য মহিলা কমিশনের দপ্তরের সামনে গেলে পুলিশ আর এগোতে দেয় না। পাঁচটি মহিলা সংগঠনের পক্ষ থেকে কোনিনিকা ঘোষ, শ্যমাশ্রী দাস, ইন্দ্রাণী দত্ত, ডলি রায় সহ ৬ জনের এক প্রতিনিধি দল কমিশনের দপ্তরে যান স্মারকলিপি জমা দিতে। প্রতিনিধিদল না ফেরা পর্যন্ত বক্তব্য ও শ্লোগান চলে প্রতিবাদকারী মহিলাদের।

স্মারকলিপিতে রাজ্যে ঘটে চলা ধর্ষণ, হত্যাকান্ডের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। এছাড়া লকডাউন পরিস্থিতিতে নারীর উপর শারীরিক ও মানসিক হিংসা উত্তরোত্তর বৃদ্ধির প্রতি কমিশনকে মনোযোগী হতে ও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগী হতে দাবি করা হয়।

খণ্ড-27
সংখ্যা-33