খবরা-খবর
বৈষম্যমূলক, অগণতান্ত্রিক, বহুত্ববাদী সংস্কৃতি বিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে বারাসাতে নাগরিক কনভেনশন
dde

উত্তর ২৪ পরগনা জেলা এআইপিএফ-এর উদ্যোগে ৪ সেপ্টেম্বর বারাসাত কোর্ট চত্বরে জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-র বিরুদ্ধে এক নাগরিক কনভেনশন অনুষ্টিত হল। বর্তমান অতিমারী পরিবেশের সুযোগে  সংসদকে পাশ কাটিয়ে জুলাই  মাসের একদম শেষে কেন্দ্রীয় সরকার শিক্ষা সংক্রান্ত এই নীতিমালা ঘোষণা করল। শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত, কিন্ত শিক্ষাসক্রান্ত নুতন নীতি পলিসি গ্রহণের সময় রাজ্য সরকারগুলির মতামতের কোনো তোয়াক্কাই করা হল না। ভারতের যুক্তরাষ্ট্রিয় কাঠামো নস্যাৎ করার বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গীর আরও একটি নমুনা পাওয়া গেল। ৬২ পাতার প্রস্তাবনায় বহুত্ববাদের কথা দু’একবার বলা হলেও ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা একবারও উল্লিখিত হয়নি। সমাজের দরিদ্র এবং পিছিয়ে থাকা অংশের ছেলে-মেয়েদের প্রাথমিকস্তর থেকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। সর্বশিক্ষা অভিযান প্রকল্প অকার্যকরী হয়ে গেলে হাজার হাজার রন্ধনকর্মী ও কাজ হারাবেন। বামপন্থী শিক্ষক এবং ছাত্রসংগঠন কনভেনশনে অংশগ্রহণ করেন। এবিপিটিইএ-র পক্ষে বলেন শিক্ষক দুলাল পাল, WBSTF-এর (ফব অনুমোদিত) প্রতিদিন শিক্ষক প্রবীর ঘোষ। ছাত্র সংগঠন এসএফআই-এর অর্কপ, এআইএসএ-র অন্নেষা, ডিএসও-র পক্ষে বলেন অভিজিৎ মুখার্জি। আরওয়াইএসএফ-এর প্রতিনিধিত্ব করেন রওনক। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক অমিত দাশগুপ্ত এবং রাজ্য সংগঠক মলয় তেওয়ারি। NEP 2020 বাতিলের দাবিতে সর্বত্র প্রচার এবং জনমত গড়ে তোলার স্বপক্ষে প্রস্তাব গ্রহণ করা হয়। কনভেনশন পরিচালনা করেন এআইপিএফ-এর জেলা আহবায়ক সুজিত ঘোষ।

খণ্ড-27
সংখ্যা-34