জরায়ুর সংক্রমণে মারা যান ২৬ বছর বয়সী পূজা নট। তাঁর মরদেহ সৎকারের মাঝেই বাধা দেয় গাঁয়ের ‘উচ্চবর্ণ’ ঠাকুর সম্প্রদায়। মাঝপথে চিতা নিভিয়ে মৃতদেহ অন্যত্র নিয়ে যেতে বাধ্য হয় পূজার পরিবার। উত্তর প্রদেশের আগ্রা শহর থেকে ২০ কিমি দূরের এক গ্রামের ঘটনা। ঠাকুরদের ক্ষমতাতেই যোগি আদিত্যর ক্ষমতা, যোগিরাজে তাই ঠাকুরদের পশ্চাদপদ সামন্ততান্ত্রিক সামাজিক উৎপীড়ন চাগাড় দিয়ে উঠেছে। উত্তর প্রদেশে দলিতদের ওপর নতুন নতুন হামলা চলছে। অস্পৃশ্যতা ফিরে আসছে। পূজা নট-এর ঘটনায় পুলিশের বক্তব্য হল, শান্তিপূর্ণভাবে মিটমাট হয়ে গেছে। মাঝপথে চিতা নিভিয়ে যুবতীর মৃতদেহ নামিয়ে নিতে, গ্রাম থেকে চার কিলোমিটার দূরে গিয়ে সৎকারের বাকি কাজ করতে দলিতদের বাধ্য করা যায়। বিজেপি রাজত্ব কেমন সামাজিক ও রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চায় তা পূজা নট-এর শেষকৃত্য দেখিয়ে দেয়।