খবরা-খবর
স্বাস্থ্য সংকটের বিরুদ্ধে ও রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মিছিল
ssd

রাজ্যে নিত্যদিন বেড়ে চলা স্বাস্থ্য সংকটকে ঘিরে রাজ্যবাসীর অশেষ দুর্গতি ও ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ১৪ আগস্ট কলকাতা জেলা পার্টি কমিটির তরফ থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল  এসএসকেএম-এর সামনে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। পূর্ব ঘোষণা মতো পিজি কর্তৃপক্ষকে এক স্মারকলিপি দেওয়া হবে তা পুলিশ প্রশাসনকেও জানানো হয়। শ্লোগান, বিভিন্ন বক্তাদের বক্তব্য চলাকালীন ডেপুটি সুপার বিক্ষোভ স্থলে আসেন স্মারকলিপি গ্রহণ করতে। সেখানে স্মারকলিপি দেওয়া হয়। গোটা চিকিৎসা ব্যবস্থা কোভিড-কেন্দ্রিক হয়ে পড়ায় নন-কোভিড রোগীরা প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, হাসপাতাল থেকে গুরুতর রোগাক্রান্ত রোগীদের ফেরানো হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়।

বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন চন্দ্রাস্মিতা, আইসার কলকাতা জেলা সভাপতি অভিজিত, বাসুদেব বোস ও অন্যান্যরা।

এরপর এক্সাইড মোড় থেকে একটা গাঁজা পার্ক অবধি মিছিল হয়। বলিন্দ্র সাইকিয়ার বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার, দেশব্যাপী যে সমস্ত বুদ্ধিজীবী, প্রতিবাদী ছাত্র-কৃষক নেতা-অধ্যাপকদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নিঃশর্তে মুক্তির দাবি তোলা হয় মিছিল থেকে।

খণ্ড-27
সংখ্যা-29