অযোধ্যাকে হিন্দু রাষ্ট্রের ফ্যাসিস্ট কেন্দ্র বানানোর অপচেষ্টার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। রাম মন্দিরের আবেগ তৈরি করে লকডাউনের সংকট থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া চলবে না। কোভিড-১৯ মোকাবিলায় ব্যর্থতাকে আড়াল করা চলবে না। বাবরি মসজিদ ধ্বংসকারীদের বিচার ও শাস্তি চাই। অবিলম্বে কাশ্মীরে ৩৭০ ধারা ও ৩৫(ক) ধারা লাগু করতে হবে। লকডাউনের ফলে কাজ হারানো পরিযায়ী শ্রমিক সহ প্রতিটা গরিবের লকডাউন ভাতা সুনিশ্চিত করতে হবে। কর্পোরেট ঋণ ছাড় নয়, ব্যাংক, সমবায়, মহাজনী এবং মাইক্রোফাইনান্সের ঋণ থেকে গরিব মানুষকে মুক্ত করো।
এইসব দাবিকে তুলে ধরে ৬ আগস্ট সারা রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালন করল বিপ্লবী যুব অ্যাসোশিয়েশন। এই কর্মসূচীর অঙ্গ হিসাবে নদিয়ার ধুবুলিয়ার নেতাজী পার্ক, পূর্ব বর্ধমানের কালনা, দক্ষিণ ২৪ পরগণার বাখরাহাট, হুগলীর জয়হরিপুর, কলকাতার বেহালা ও যাদবপুর সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।