গত ২৬ জুলাই কালনা ২নং ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হাসনহাটি গ্রামের বন্ধন, আশীর্বাদ ও অন্যান্য মহাজনী সংস্থার ঋণের দায়ে জর্জরিত মহিলাদের একটি বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে ৫০ জনের মতো মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। এরমধ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও অংশগ্রহণ ছিল। বৈঠক পরিচালনা করেন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির জেলা সম্পাদীকা সুমি মজুমদার। বক্তব্য রাখেন সিপিআই(এমএল) লিবারেশনের জেলা সম্পাদক সলিল দত্ত। আলোচনার পর ৯ জনের একটি ঋণমুক্তি কমিটি গঠন করা হল।
২৭ জুলাই কালনা ২নং ব্লকের অকালপোষ গ্রাম পঞ্চায়েতের তেহাটা গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে বন্ধন, উজ্জীবন ও অন্যান্য মহাজনী সংস্থার ঋণের দায়ে জর্জরিত মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। গ্রামীণ মধ্যস্তরের মহিলাদের অংশগ্রহণ ছিল। ঋণমুক্তির আন্দোলনে আগ্রহ প্রকাশ করেছেন সমস্ত মহিলারা। বৈঠকের পরিচালনা করেন সুমি মজুমদার। উপস্থিত ছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের কালনা লোকাল কমিটির সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা সম্পাদক সলিল দত্ত। আরও অন্যান্য গ্রামের মহিলাদের নিয়ে বৈঠক করার পরিকল্পনা করা হয়।
- সজল পাল