২০০১ সালের ২৪ আগস্ট সিপিআই(এমএল) লিবারেশনের কালনা লোকাল কমিটির তৎকালীন সম্পাদক কমরেড জগন্নাথ মন্ডলকে মিটিং থেকে ফেরার পথে রাতের অন্ধকারে সেই সময়ের শাসক দল সিপিআই(এম)-এর মদতপুষ্ট গুন্ডাবাহিনী পরিকল্পিতভাবে তুলে নিয়ে গিয়ে নৃশংস ভাবে খুন করে। পরের দিন ভোরবেলা কালনা থানার তামাসাপুর গ্রামে তাঁর নিজের বাড়ির অনতিদুরে ঝোপের মধ্যে থেকে কমরেড মন্ডলের মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবছর এই দিনটিতে কালনা লোকাল কমিটির পক্ষ থেকে স্মরণ সভা করা হয়। তামাসাপুর গ্রামের পাকা রাস্তার মোড়ে কমরেড জগন্নাথ মন্ডলের মুর্তি স্থাপিত হয়েছে। এই বছর করোনা মহামারীর মধ্যেও ভাল সংখ্যক মানুষের উপস্থিতিতে স্মরণ সভা পালন করা হল। শহীদ কমরেডের মূর্তিতে মাল্যদান করার পর এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের পুর্ব বর্ধমান জেলা সম্পাদক সহ লোকাল কমিটির কমরেডগণ।