খবরা-খবর
আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ ও আয়ারলার যুক্ত ডেপুটেশন
bamm

গত ১২ আগষ্ট উচ্চ বর্ণের প্রাধান্যকারী বন কমিটি বাঁকুড়া ব্লক২-এর কোষ্ঠিয়া অঞ্চলের খেমুয়া গ্রামের কাটাপেশিয়া মৌজার দীর্ঘদিন ধরে দখলিকৃত বনের জমিতে আদিবাসীদের চাষ করা ধান নষ্ট করে দেয়। এর বিরুদ্ধে লোকপুর রেঞ্জার অফিসে ডেপুটেশন সংঘটিত করা হয় সিপিআই(এমএল) লিবারেশানের উদ্যোগে গড়ে তোলা গণ সংগঠন ‘আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ’ এবং ‘সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি’-র ব্যানারে। দাবি (১) দীর্ঘদিন ধরে দখলিকৃত বনের জমিতে আদিবাসীদের বনপাট্টা নতুন করে দিতে হবে, (২) নষ্ট করা ফসলের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, (৩) বারমেসিয়া মৌজার বনের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারি বাউরি সম্প্রদায়ের মানুষদের বাস্তু পাট্টা দিতে হবে। ডেপুটেশনে নেতৃত্ব দেন সিপিআই(এমএল) জেলা সম্পাদক বাবলু ব্যানার্জী।

ডেপুটেশন প্রতিনিধিদের রেঞ্জার বলেন, আগামী ২৩ আগস্ট উপরোক্ত সংগঠন, বন কমিটি, রেঞ্জার, বাঁকুড়া ব্লক-২ বিডিও, বেলিয়াতোড় থানা এবং আদিবাসী ও বনবাসীদের উপস্থিতিতে সমস্যার সমাধান করা হবে।

খণ্ড-27
সংখ্যা-29