আজকের দিনে দাঁড়িয়ে যখন সারা পৃথিবী উত্তাল, অর্থাৎ এই করোনা অতিমারি যখন নিজের থাবা বসাচ্ছে মানুষের জীবনে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সারা দেশ জুড়ে ঘটে চলছে দুর্নীতি। যেখানে দেশের সাধারণ মানুষের রুজিরুটি প্রশ্নের মুখে, সেখানে দেশের শাসক দল ব্যস্ত কোটি কোটি টাকা খরচ করে রাম মন্দির বানাতে। হাসপাতালে চিকিৎসা নেই, রাজ্যের নেতামন্ত্রীরা তখন ব্যস্ত সাধারণ মানুষের অধিকারের রেশনটুকু আত্মসাতের খেলায়। এমতাবস্থায় বালির বুকে প্রতিনিয়ত লড়াই করে চলছে ছাত্রছাত্রীদের লড়াকু সংগঠন আইসা। বালির ৫৪নং ওয়ার্ডের নগর এলাকায় একটি বাড়িতে গত পরশু কোভিড আক্রান্ত হন এক ব্যক্তি। আইসার সাথে যোগাযোগ করার পরে আইসার ‘বালি কোভিড ভলেন্টিয়ার টীম’-এর পক্ষ থেকে এলাকা স্যানিটাইজেশনের কাজ করা হয় ও আশ্বাস দেওয়া হয় যে কোনো প্রয়োজনে পাশে থাকার।
-- অঙ্কিত মজুমদার