চলতে থাকা কোভিড অতিমারী কালে লকডাউন পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারিয়েছেন, তাদের সঞ্চিত অর্থও আজ শেষের মুখে। এরকম দারুণ সংকট কালে ইতিমধ্যেই বিভিন্ন সরকারী ও বেসরকারী কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই আর্থিক অভাব অনটনের মধ্যে ছেলেমেয়েরা কিভাবে টাকা জোগাড় করে ভর্তি হবে বা তাদের পড়াশোনার খরচ যোগাবে তা আজ সমজে এক অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। লকডাউন পর্বে ইতিমধ্যেই এক বড় অংশের গরিব ছাত্রছাত্রীরা স্কুলছুট হয়েছে। আর্থিক অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে শিশু শ্রমিকে পরিণত হয়েছে। তায় আমরা এআইএসএ-র পক্ষ থেকে দাবি করছি;
সমস্ত সরকারী ও বেসরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে অ্যাডিমিশনের ফি মকুব করো।
এক শিক্ষা-বর্ষের সমস্ত ফি মকুব করো।
আজ রাজ্যজুড়ে প্রতিবাদ দিবসে পথে নেমেছে এআইএসএ। বিকেল ৫ টায়, রবীন্দ্র স্ট্যাচু মোড়, বিষ্ণুপুরে প্রতিবাদ প্রদর্শন ও বক্তব্য রাখেন বিষ্ণুপুর এআইএসএ ইউনিটের সদস্যগণ।
#NoFeesInCovid