আইপোয়া সহ ছয়টি বামপন্থী নারী সংগঠনের ডাকে ২৮ আগস্ট দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর দাবিসমূহ
- সবাইকে ১০ কেজি খাদ্যশস্য অন্তত ৬ মাস দিতে হবে;
- অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিল করা চলবে না;
- আয়করের আওতার বাইরে সমস্ত শ্রমজীবী মানুষকে প্রতি মাসে ১০০০০ টাকা দিতে হবে;
- মনরেগার পরিধি বাড়িয়ে গ্রাম-শহর সর্বত্র বছরে ন্যূনতম ২০০ দিন কাজের গ্যারান্টি করতে হবে, মজুরি বাড়াতে হবে;
- লকডাউনকে হাতিয়ার করে শ্রম আইন বদলে দেওয়া চলবে না;
- রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র গুলিকে বেসরকারীকরণ করা চলবে না;
- বেকারদের কাজ দাও;
- সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে;
- মিড ডে মিলের বরাদ্দকৃত অর্থ কমানো যাবে না;
- লকডাউন পর্বে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ ও সুদ মকুব করতে হবে;
- মহিলাদের ওপর সমস্ত রকম হিংসা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে;
- এসসি-এসটি-ওবিসি ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ ব্যবস্থা বজায় রাখতে হবে;
- সাম্প্রদায়িক হিংসা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে;
- *ইউএপিএ-এনএসএ সহ সমস্ত দেশদ্রোহ আইনে কারাদণ্ডপ্রাপ্ত সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে;
- জনস্বাস্থ্য খাতে অন্তত জিডিপির তিন শতাংশ অর্থ বরাদ্দ করতে হবে;
- গর্ভবতী মহিলাদের চিকিৎসার জন্য সরকারকে বাড়তি দায়িত্ব নিতে হবে;
- বারবার বলা সত্ত্বেও কোভিড টেস্ট এর পরিমাণ বাড়ানো হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব দাও;
- বিনা পয়সায় সরকারকে অতিরিক্ত টেষ্টের ব্যাবস্থা করতে হবে;
- চিকিৎসক, নার্স, সাফাই কর্মী সহ কোভিড ফ্রন্টলাইনারদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব দাও;
- কোভিড রোগীর ভর্তির নিয়মে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে;
- কোভিড নয়, এমন রোগীদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে;
- হাসপাতালে ভর্তির সময় রোগীকে হয়রানি করা চলবে না;
- PM কেয়ার্স তহবিলের সমস্ত অর্থ, সব রাজ্যের মধ্যে বণ্টন করতে হবে;
- স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার ফলাফল বিগত সেমিস্টার-এর ফলাফলের ভিত্তিতে প্রকাশ করতে হবে;
- জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে;
- এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট-২০২০ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
খণ্ড-27
সংখ্যা-30