আবেদন
৩১ আগস্ট : ৫৯ সালের খাদ্য, আন্দোলন ও ৯০ সালের মূল্যবৃদ্ধি বিরোধী আন্দোলনের শহীদ দিবস পালন করুন
d3as
  • # গণ আন্দোলনে লাঠি-গুলি-কালাকানুন জারি করার সেই ধারাবাহিকতা আজও চলছে। প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার শপথ নাও।
  • # জনবিরোধী অর্ডিন্যান্স জারি করে দেশের খাদ্য সুরক্ষা-খাদ্য নিরাপত্তা জলাঞ্জলি দেওয়া চলবে না।
  • # অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করে মজুতদারী কালোবাজারিকে বৈধ করে তোলা মানছি না, মানবো না।
  • # রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোন।
  • # লকডাউনে কর্মহীন গরিব মানুষদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করা হচ্ছে না কেন, কেন্দ্র ও রাজ্য সরকার জবাব দাও।
  • # করোনা সময়কালে সরকারকে প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ রেশন দিতে হবে,প্রতি মাসে ইউনিট পিছু ১৫ কেজি চাল/আটা, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি দিতে হবে।
  • # রাজ্যের রেশন গ্রাহকদের একাংশের ( আরকেএস ওয়াই-২) বরাদ্দ অর্ধেক কমিয়ে দেওয়া হলো কেন জবাব দাও।
  • # মূল্যবৃদ্ধি রোধে কেন্দ্র ও রাজ্য সরকারের চরম ব্যর্থতার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোন।

রাজ্য সরকার ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে বলে ঘোষণা করলো। তারপরই আলুর দাম অস্বাভাবিক হারে বাড়ছে কেন জবাব চাই।

খণ্ড-27
সংখ্যা-30