চারু মজুমদারের ৪৮তম শহীদ দিবস। বলা বাহুল্য ভারতের বিপ্লবী আন্দোলনে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কেবল ভারতেই নয়, এই উপমহাদেশে বৈপ্লবিক সমাজ পরিবর্তনের সংগ্রামের এক অমোঘ স্বপ্নদ্রষ্টা হিসেবে তিনি স্মরণীয়। সমগ্র পার্টিকে জনগণের সেবায় দায়বদ্ধ করে তুলতে, জনগণের স্বার্থের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার নতুন করে স্মরণ ও ঘোষণা করার দিন হিসেবে কমরেড চারু মজুমদারের শহীদ দিবসকে উদযাপন করে সিপিআই(এমএল) লিবারেশন। ১৯৭৪ সালে পার্টি পুনর্গঠনের পর্বে এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল নতুন করে পার্টি-কেন্দ্র প্রতিষ্ঠার দিবস হিসেবে।
এবছর অঙ্গীকার দিবসে কেন্দ্রীয় আহ্বানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মহামারী পরিস্থিতিতে বিপর্যস্ত জনগণের পাশে সর্বশক্তি নিয়ে দাঁড়ানো এবং জনগণের বিভিন্ন স্তর থেকে লড়ায়ে এগিয়ে আসা মানুষের চারপাশে ব্যাপক সংহতি ও ঐক্য গড়ে তোলার মাধ্যমে ফ্যাসিস্ট শাসকের ছক বাঞ্চাল করে দেওয়া। কেন্দ্রীয় সদর দপ্তর থেকে শুরু করে সমস্ত রাজ্য, জেলা বা স্থানীয় পার্টি অফিস সহ বহু গ্রাম ও শহরে পার্টির সদস্য ছাড়াও বিভিন্ন বয়স ও বিভিন্ন পেশা ও স্তরের মানুষ এই অঙ্গীকারে সামিল হন।