মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, ওড়িশা, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে অরণ্যভূমি, পরিবেশ ও জীববৈচিত্র্যকে ধ্বংস করে এবং হাজার হাজার আদিবাসী পরিবারকে উচ্ছেদ করে ৪১টি কোল ব্লক কর্পোরেট হাঙ্গরদের হাতে তুলে দেওয়ার জন্য মোদী সরকার নিলাম প্রক্রিয়া শুরু করেছে। মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড সহ সংশ্লিষ্ট রাজ্যগুলির আদিবাসী জনগণ প্রতিবাদে রুখে দাঁড়াচ্ছেন। একই সাথে মোদী সরকার সমগ্র কয়লাক্ষেত্রকেই বেসরকারীকরণের যে পদক্ষেপ গ্রহণ করেছে তার বিরুদ্ধে কয়লা শিল্পের শ্রমিকরা ২-৪ জুলাই ধর্মঘট পালন করেছেন। ধর্মঘটী শ্রমিকদের প্রতি সংহতি জানাতে এবং অরণ্য ধ্বংস ও আদিবাসী গ্রামগুলিকে উচ্ছেদ করে কোল ব্লক নিলামের প্রতিবাদে হুগলী জেলার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামসভা সংগঠিত করা হয়।
৩ জুলাই বলাগড় ব্লকের মহীপালপুর ও কুলেপাড়া বাজারে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। সবথেকে আকর্ষণীয় কর্মসূচীটি অনুষ্ঠিত হয় ৪ জুলাই পান্ডুয়া শহরে। বৃষ্টিকে উপেক্ষা করে দলে দলে আদিবাসী নারী-পুরুষ ‘সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ’-র আহ্বানে পথে নামেন। পান্ডুয়ার কালনা মোড়ে জিটি রোড অবরোধ করে দীর্ঘ সময় বিক্ষোভ প্রদর্শন শেষে ‘দেশ বিক্রির দালাল’ নরেন্দ্র মোদীর কুশপুতুল জ্বালানো হয়। ৩০ জুন হুল দিবসের অব্যবহিত পরই কর্পোরেট লুটের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচীগুলি আদিবাসী জনগণের পাশাপাশি ব্যাপক শ্রমজীবী মানুষকে ভাল পরিমাণে আলোড়িত করে। রাজনৈতিক মহলেও এই কর্মসূচী চর্চার বিষয় হয়ে উঠেছে।
রিপোর্ট: মুকুল কুমার