খবরা-খবর
১০০ দিনের কাজে দুর্নীতির বিরুদ্ধে কালনা-২ ব্লকে রাস্তা অবরোধ
deee

পুর্ব বর্ধমান জেলার কালনা-২ ব্লকের অকালপোষ গ্রাম পঞ্চায়েতের আগ্রাদহ বাস স্ট্যান্ডে গত ৫ জুলাই সিপিআই(এম-এল) লিবারেশনের নেতৃত্বে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন। এই অঞ্চলে ১০০ দিনের কাজে দুর্নীতির বিরুদ্ধে সিপিআই(এম-এল) লিবারেশনের নেতৃত্বে আন্দোলন চলছিল। আন্দোলনের প্রক্রিয়ায় গ্রামবাসীর সাথে পঞ্চায়েত প্রধান ও প্রশাসনের আলোচনার মাধ্যমেই পুরনো দুর্নীতিপরায়ণ সুপারভাইজারের পরিবর্তে নতুন সুপারভাইজার নিয়োগ করে কাজ চলছিল। বর্তমানে প্রধান সাহেব মাষ্টার-রোল আটকে দিয়ে কাজের হাজিরা করাতে দিচ্ছেন না। বারবার বলার পরও মাষ্টার-রোল দেওয়ার ব্যবস্থা হচ্ছে না। তাই গ্রামের গরিব মানুষ রাস্তা অবরোধ সংগঠিত করেন। একঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী ৬ জুলাই কালনা-২ ব্লক অফিসে বিডিওর পরিচালনায় প্রধান, উপপ্রধান, আন্দোলনকারীদের প্রতিনিধি সিপিআই(এমএল) নেতৃবৃন্দ ও পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে ঠিক হয় প্রধান মহাশয়কে গ্রামবাসীদের উপস্থিতিতে নতুন সুপারভাইজারদের হাতে মাষ্টার-রোল তুলে দিয়ে সুষ্ঠভাবে কাজ চলতে দিতে হবে।

খণ্ড-27