পরীক্ষার্থীদের প্রশ্নে আইসার দাবি
aisa
  •  বৈষম্যমূলক অনলাইন পরীক্ষা নয়; ছাত্রছাত্রী ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে খাতায়-কলমে পরীক্ষাও নয়!

  • সমস্ত ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করো।

  • ফাইনাল ইয়ার/সেমিস্টারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মতামত নিয়ে আগের পাওয়া বেস্ট মার্কস ও হোম অ্যাসাইনমেন্টের উপর মূল্যায়ন করো।

online

 

বেহালার সরশুনা বাজার মোড়ে অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার তীব্র বিরোধিতায় বিক্ষোভ কর্মসূচী পালন করা হল। বক্তব্য রাখলেন, অতনু, অত্রি এবং আইসা কলকাতার জেলা কমিটির সভাপতি, অভিজিৎ।

আগামীদিনে, উপরে উল্লিখিত দাবিগুলি সরকার কতৃপক্ষ থেকে না মানা হলে, আইসা আরও দৃঢ় আন্দোলন সংগঠিত করবে৷ সবার শিক্ষা, সবার অধিকার।

খণ্ড-27