বেহালার সরশুনা বাজার মোড়ে অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার তীব্র বিরোধিতায় বিক্ষোভ কর্মসূচী পালন করা হল। বক্তব্য রাখলেন, অতনু, অত্রি এবং আইসা কলকাতার জেলা কমিটির সভাপতি, অভিজিৎ।
আগামীদিনে, উপরে উল্লিখিত দাবিগুলি সরকার কতৃপক্ষ থেকে না মানা হলে, আইসা আরও দৃঢ় আন্দোলন সংগঠিত করবে৷ সবার শিক্ষা, সবার অধিকার।