খবরা-খবর
রাস্তার সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ
klla

পুর্ব বর্ধমান জেলার কালনা ২নং ব্লকের অকালপৌষ গ্রাম পঞ্চায়েত এলাকার আগ্রাদহ থেকে ঝিকড়া গ্রামের রাস্তার অবস্থা বর্তমানে যাতায়াতের অযোগ্য হয়ে গিয়েছে। দীর্ঘ সাত বছর এই রাস্তার সংস্কার হয়নি। মড়াম রাস্তা এখন মাটির রাস্তা থেকেও বেশি দুর্গম হয়ে উঠেছে। এই রাস্তা এক সময় ঢালাই করার জন্য বরাদ্দ হয়েছিল। কিন্ত হয় নাই। এই গ্রামগুলো সিপিআই(এমএল) লিবারেশন-এর প্রভাবিত গ্রাম। কয়েকবার পঞ্চায়েত নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জোর করেই পরাজিত করে। তৃণমূল তাদের বিরোধী মনোভাবের জনগণকে শাস্তিদানের জন্যই রাস্তা সংস্কার করছে না। তাই সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষ থেকে ১৮ জুন অকালপৌষ পঞ্চায়েতে গ্রামের মানুষকে সামিল করে রাস্তার সংস্কারের দাবি জানাতে যান। কিন্ত প্রধান বা উপপ্রধান কেউ কথা বলার জন্য আন্দোলন কারীদের সাথে দেখা করতেই রাজি হলেন না। তখন বাধ্য হয়ে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো শুরু হল। দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত বিক্ষোভের পর বাধ্য হয়ে উপপ্রধান এসে আন্দোলন কারীদের সাথে আলোচনায় বসেন। ২৩ জুন থেকে রাস্তার সংস্কারের কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলেন। তারপর পঞ্চায়েত অফিসের তালা খোলার পর আন্দোলন সমাপ্ত হয়।

খণ্ড-27